নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উতলা বাতাসে কুপি জ্বলে-নেভে
তালের পাতায় ঝড়ো শব্দেরা খেলে যায়,
বিলের জল মেখে এতোক্ষণে উড়ে গেছে বুনো হাঁসের দল
সন্ধ্যার আঁধারে আজো ডেকে গেছে নিঃসঙ্গ পানকৌড়ি,
তবু সেই ধবল পাখার রাজহাঁস
এ বিলে আর আসেনি কখনো ফিরে,
নক্ষত্র হয়ে গেছে সে নক্ষত্র থেকে দূরে।
হারিয়েছে সোনার নোলক, আলতায় রাঙ্গা দু'টি পা,
হারিয়েছে আঙ্গিনার কোণে পথচেয়ে থাকা ছায়া,
হারিয়েছে ঘরে ফেরা যত ব্যস্ততা,
তবু চোখ তারে খোঁজে আজো আঙ্গিনায়
নক্ষত্র বিছিয়ে রাখা আকাশেতে;
উতলা বাতাসে কুপি জ্বলে-নেভে
সেই ধবল পাখার রাজহাঁস ডেকে যায় নিশ্চুপে।
যে এ অফলা বুকের উঠোনে এসেছিল একবার,
বুকের কপাটে খিল দিয়ে আজো যারে রাখি,
সেও তো বিলে বানের জলে ভেসে যাওয়া রাজহাঁস- ধবল পাখার,
সেও তো নক্ষত্র হয়ে গেছে নক্ষত্র থেকে দূরে!
প্রিয় সব নক্ষত্র হয়ে যায় কোন অভিশাপে? কোন আকাশে তে?
২| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:২৬
তাহসিনুল ইসলাম বলেছেন: ভালো লাগলো।
৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ২:১৬
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
সুন্দর।
©somewhere in net ltd.
১| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০৯
নিলু বলেছেন: লিখে যান