নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পুরো নাম মুহাম্মদ নাসিরুল ইসলাম রনি, জন্ম- যশোর, পৈত্রিক নিবাস- ঝিনাইদহ। পড়ালেখা করছি বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ। ঠিকানা- https://www.facebook.com/nasirul.rony

এন ইসলাম রনি

এন ইসলাম রনি › বিস্তারিত পোস্টঃ

অনড় নোঙর

৩০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১:০৯

বড় হয়ে গেছি তাই

তোমার নিস্তরঙ্গ জল থেকে উঠে গেছে মন,

কখন যেন একা চলে এসেছি যমুনার ধারে,

তার বুক জুড়ে কি অসীম জোয়ার পূর্ণিমার রাতে

মানুষ পাখি ভিটে নাই চার তল্লাটে!



এমন নিবির শূণ্যতায় কার সাথে কথা কয় মন?

কি করে সামলাই নাও করাল ভাটাই?

চারদিকে জল আর জলে ডোবা চর,

অসীম তীর জুড়ে গভীর ভাঙনের ঘর!



তার ই মাঝে শীতের শোকার্ত জলের শীর্ণ পাঁজরেতে

জেগে উঠে ডাঙ্গা,

কি করে ডিঙ্গি বাই সেই খানে?-

নীল হয়ে আছে উপরের আসমান

নিচে বালুময় আরবীয় চরা।



কোন দিকে উজান কোন দিকে ভাটি, কারে জিগাই এই মুল্লুকে?

মানুষ পাখি ভিটে নাই চার তল্লাটে!



তোমার আর তার যে প্রবাহে সত্তাগত গভীর প্রভেদ, সে চলে সাগর সম্মোহে,

তুমি তো ঘরকুনো নদী, চির প্রতিবেশী পাঁজর ছুঁয়ে;

পালাবো কোথায় নোঙর পড়ে আছে তোমার ই জলে,

বশিকরণ মাদুলি পরায়ে দেছো যে জন্মের পরে।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.