নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোথায় চলছে পৃথিবী
পশ্চিম থেকে পুবে শুধু কি এই রাত দিনে যাওয়া
শুধু কি এসব অন্ধ প্রহরে কিছুক্ষণ চার চোখে চাওয়া?
কোথায় চলছে পৃথিবী
বীজ থেকে ফুলে চক্রাকারে সাজিয়ে জীবন?
সবুজ হলুদ মৃত্যুর নীল রেখে
যায় সে চারপাশে আমাদের বসতে,
জানিনা গন্তব্য কোন দিকে!
আমরা তো পড়ে আছি একই নদী-পলি মেখে
সবুজ থেকে মৃত্যুর নীলে;
মাঝে আমাদের কিছুক্ষণ চার চোখে চাওয়া,
পশ্চিম থেকে পুবে শুধু কি এই রাত দিনে যাওয়া?
©somewhere in net ltd.