নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন ভালবাসা শিয়রে এসেছিলো বিছানার পাশে,
আমরা তাকে টেনে বিছানায় তুলে নিলাম
আর সে মরে গেল দু'টি চোখ বুজে,
আমরা তাকে কবরে পাঠাতে গেলাম,
গেল না সে,
বুক ছুঁয়ে লতার মতো গা বেয়ে উঠে গেল ছাদের বিমর্ষ কিনারে,
ছড়িয়ে পড়লো তরল পারার মত
চার দেওয়াল মেঝে থেকে ছাদে,
আমাদের পোশাক আসবাব বাসন
জমানো উপন্যাস গানের সংগ্রহে
লুকানো অশ্রু আর দীর্ঘশ্বাসে,
সেই থেকে দুঃখের সাথে সখ্য,
ফুরানো প্রেমের শব কাঁধে চলা,
ভালবাসা মরে গেছে বেঁচে আছে অভিনয় প্রণয়ের মতো।
২| ০৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:১৮
নুর ইসলাম রফিক বলেছেন: ভালবাসা মরে গেছে বেঁচে আছে অভিনয় প্রণয়ের মতো।
হাহাহাহা............উপহাস......
৩| ০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:০৮
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর । +++
©somewhere in net ltd.
১| ০৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:১৩
বাড্ডা ঢাকা বলেছেন: ভাল লেগেছে কবিতা পড়েে।