নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজেকে দূর্বোধ্য করতে চাই,
সহস্র বছর আগে বিলুপ্ত কোন ভাষা লিপি
যেমন দূর্বোধ্য হয়ে যায় এসে বর্তমানে,
মানুষ যেমন মুখে আর চোখে ভিন্ন ভাষা নিয়ে ঘোরে
তৃতীয় ভাষা ও রাখে অন্তরে—
যেখানে পৌঁছায় না কোন চোখ কোন আলো,
যা এক কথায় টেনে বাড় করতে পারে হঠাত্ ই অচেনা অসীম রাত..
নিজেকে দূর্বোধ্য করতে চাই, সেই সব চোখ সেই সব মানুষের মত।
আমি এখন মানুষের চোখ পড়তে পড়তে ক্লান্ত
ভেতর তো আরো দূর,
পৃথিবীর দূর্বোধ্যতম ভাষা কি কোন শিলায় খোদিত লিপি না মানুষে লিখিত?
২| ০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫৬
স্নিগ্ধ শোভন বলেছেন:
পৃথিবীর দূর্বোধ্যতম ভাষা কি কোন শিলায় খোদিত লিপি না মানুষে লিখিত?
©somewhere in net ltd.
১| ০৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:২১
নীল আতঙ্ক বলেছেন: আমার তো মনে হয় কোন নারীর মনে সব থেকে দূর্বোধ্যতম ভাষা লিখিত আছে