নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই শীতের প্রকোপ একদিন থাকবে না,
এক দিন সকালে দেখবে জানলা দিয়ে ঢুকে পড়েছে আহ্লাদী রোদ,
তোমার স্টুটগার্ট এর বাড়ির সামনের
সব তুষার ভেঙ্গে বেড়িয়ে পড়েছে সবুজ,
সেদিন ঢাকা র রাস্তা পানশালা রেস্তোরা
আমাদের ফেলে যাওয়া যৌথ আবাস ও
ঢাকা থাকবে না কুয়াশায়;
ঢাকার রাস্তায় প্রখর গ্রীষ্ম পোড়াবে চামড়া
রাস্তার দু ধারে কৃষ্ণচূরা র বিস্তৃর্ণ মরা ডালে ছড়িয়ে যাবে নম্র আগুন;
তারপর একদিন ভোর রাতে দক্ষিণ সমুদ্র হাওয়া দৌড়াতে-দৌড়াতে নিয়ে আসবে বৃষ্টির খবর,
জ্যৈষ্ঠ-আষাঢ়ের ঢল নত মুখে ভুলে ভরা ক্ষতয় দিয়ে যাবে পথ্য শুশ্রূষা,
এই শীতের প্রকোপ একদিন থাকবে না;
বার মাস শীত কোথাও থাকে নাকি ?
কি ঢাকা কি স্টুটগার্ট, সব ই এক সমতলে বাঁধা,
দীর্ঘ রাত শেষে মেরুতেও বসন্ত ফেরে, ফেরে রোদের দিন,
এই পৃথিবীর পরে শোধ হয় সব ঋণ সব দেনা,
তুমি শুধু ক্ষত বুকে পালিয়ে ই বেড়ালে, এটুকু জানলে না!
©somewhere in net ltd.