নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পুরো নাম মুহাম্মদ নাসিরুল ইসলাম রনি, জন্ম- যশোর, পৈত্রিক নিবাস- ঝিনাইদহ। পড়ালেখা করছি বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ। ঠিকানা- https://www.facebook.com/nasirul.rony

এন ইসলাম রনি

এন ইসলাম রনি › বিস্তারিত পোস্টঃ

বিসন্ন বিকেল এসে গেলে

১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:১৫

বিসন্ন বিকেল এসে গেলে

বিস্মিত চোখ থাকে না গোধূলি দেখার,

চোখ শুধু ধূ ধূ বালু ঝড় দেখে

বর্ষণের জানলা এঁটে দেয় দু'টি হাত,

থাকে না কোন বিস্ময় আঙুলে বৃষ্টি ছোঁবার।



স্বাভাবিক উত্তাপেও রোদ চশমায় নিজেকে ঢেকে নেয় চোখ—

ভুলে বিলাসী ভ্রমন,

বাইরে ডেকে যায় রোদের শহর

যুবতির রঙিন পোস্টার দেখিয়ে মেলে ধরে রাস্তার নিঁখূত সব ম্যাপ,

তবু বেছে নিতে হয় সেট, শুধু এক ঘরে ফেরা পথ।



বর্ষা চারকূল দিয়ে ডাকে

উঠোনে পাতে বৃষ্টির উড়ন্ত আঁচল,

বৃষ্টি তার বাছাই করা যাদুকরী সিম্ফোনী বাজিয়ে বাঁদর নাচ নেচে যায় বিনে পয়সায়

উঠোন-ছাদ-জানালায়

সার্কাসের বাইরে অমল সার্কাস,

স্নানের আহ্বান ফেলে তবু চলে যেতে হয় ছাতা তুলে;

পায়ের চটি চেপে ধরে মাটি,ছিঁটায় কাঁদা

সজল চোখ তুলে বলে, ভুলে গেছো বন্ধু ছিলাম সেই তুমি আমি!

তবু কপালের নিচে ফুটে ওঠে বিরক্তির রেখা,

ফেরে না কিছুই,

উত্‍সাহ থাকে না, হয় না সে সব স্মৃতি ঘেঁটে দেখা।



শুধু চাঁদ নিয়ম মেনে কৃষ্ণপক্ষ থেকে জ্যোত্‍স্নায় ফেরে

সূর্য পশ্চিম থেকে পুবের দিনে,

জ্যোত্‍স্না আসে, ভোরের নরম রোদ গা জড়িয়ে পড়ে থাকতে চাই বিছানায়,

ওরা ডেকে যায়

পালাকরে কড়া নাড়ে

তবু কেউ ভেতর থেকে দরজা খোলে না, খোলা যায় না,

খুললে তস্কর দুঃখ রা ঢোকে জ্যোত্‍স্না ঢোকে না।

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৪৩

একজন সৈকত বলেছেন:
"তবু কেউ ভেতর থেকে দরজা খোলে না, খোলা যায় না,
খুললে তস্কর দুঃখ রা ঢোকে জ্যোত্‍স্না ঢোকে না।"

অনেক ভালো লাগা -----

ভালো থাকুন কবি-

২| ১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৫৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: যুবতির রঙিন পোস্টার দেখিয়ে মেলে ধরে রাস্তার নিঁখূত সব ম্যাপ,
তবু বেছে নিতে হয় সেট, শুধু এক ঘরে ফেরা পথ।

ভাল লাগল।
শুভেচ্ছা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.