নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১.
অকল্যাণের মন্ত্র শিখেছি
হাত পুড়েছে আঁচে,
অনেক খুঁজে অবশেষে
হৃদয় বদল দুঃখ নদীর কাছে;
এসো তোমায় একটু ফুঁ দিয়ে দেই
একটু খানি অকল্যাণের ধাঁচে।
২.
ভীষণ সহজ ছিলো পাওয়া
বাড়ছিল তাই চাওয়া
আকাশ পেয়ে উড়ে ই গেলাম মেঘের কাছে
মেঘ ফুরলো বৃষ্টি দিয়ে
তাই এই সজল চোখে মাটির দিকে চাওয়া
একলা শুধু একলা আমার কুয়াশা ভেঙে যাওয়া।
৩.
রোজ সন্ধ্যা হলে পাখিগুলো কোন বনে তে যায়
কোন নদীতে জোয়ার আসে
কোন দিকে তে দক্ষ হাতে মাঝি নৌকা খানি বাই?
৪.
এতো যে ভাঙছে ঘর
যাচ্ছে ভেঙে যাচ্ছে এতো যে অন্তর
তবু তারই মাঝে হৃদয় পেতে রাখা
এক মুহূর্তে ভাঙবে জেনেও স্বপ্ন জ্বেলে খাকা।
৫.
শান্তনা বানী শুনতে চাই না
আঘাত দাও
ঠোঁটে তুলে দাও জ্বলন্ত কাঠ কয়লার আগুন
পুড়ে সোনা হই নয়তো ধূলি বালি ছাই।
৬.
অপেক্ষা মানেই স্বপ্ন,
স্বপ্ন তবু প্রতারক,
স্বপ্ন মানেই কুহক।
৭.
সবাই গেছে ভাটার টানে ভেসে
সমুদ্র দর্শণে
আমার তবু একলা ভ্রমণ একলা উজান বাওয়া
দু কূলে তে আচিন শহর
অচেনা চোখে চাওয়া।
৮.
পদ্মার কাছে গেলে হাহাকার দেখি
যমুনার কাছে গেলেও তাই!
এতো জল যায় কই,
এতো হাহাকার কার? আমার না তার?
২| ১৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:২২
দিশেহারা রাজপুত্র বলেছেন: লেখনশৈলী প্রশংসনীয়।
©somewhere in net ltd.
১| ১৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:০৭
লিখে বলেছেন: অসাধারণ প্রকাশ ভঙ্গি। ভালো লাগলো।