নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তাড়া দিয়ো না
নাড়া দিয়ো না এই ভাবে
বাঁধা পড়েছি অলক্ষ্য বন্ধনে,
আর একটু না হয় বসি
শিকড় ছেড়েছে বেড়িয়ে পড়েছে কুঁশি।
এখন ই যদি বলো যায়
তোমার পায়ের পাশে পা কিভাবে বাড়াই?
অস্থির ডানা ফেলে শান্ত বৃক্ষ এখন আমি
ফুল ফুটিয়ে হৃদয়ের রক্তে তারে রাঙাই
অমৃত্য সুধা পরাগে ধরে রাখি,
এখনো তবু তুমি পাখি ই !
এ ডাল ও ডাল ঘুরেই বলো- যায়,
শিষ দিয়েছে ডাকছে আকাশ আমায়,
এবার তবে bye!
কারো জন্য আকাশ টা রেখে
মাটিতে নামতে নেই,
পাথর ভেঙ্গে জল উঠিয়ে
দু বাহুতে ফুল ফুটিয়ে
আকাশ কে ডাকতে নেই,
বুক ঝিনুকে মুক্ত ভেবে কষ্ট পালতে নেই,
উড়ার কিছু মন্ত্র লাগে ওটুকু ভুলতে নেই।
তবু আকাক্ষা বলতে অপেক্ষা কেই বুঝি
জীবন কি ভালবাসা বলতে ও তাই,
বৃক্ষ গুলো দাঁড়িয়ে থাকে ঝড়ের অপেক্ষায়।
ঝড় থেমে গেলে, সবাই মাটির কথা ই প্রথম ভোলে,
বৃক্ষ তবু গৃহ সাজায় লতা পাতায়
পাতাল ছেঁচে মিষ্টি জলে কলস ভরে তোলে।
ঝড় এলে ই আসতে পারো কিংবা কঠিন শীতে
বুকের কাছে কাঠ ঠোঁকরা ডেকে ঘর গড়েছি
রেখেছি তারে সবুজ পাতার সবুজ ছায়ায় ঢেকে।
©somewhere in net ltd.
১| ১৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৫
নিলু বলেছেন: লিখে যান