নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এইসব আকুলতা এক দিন শেষ হলে
সূর্যমুখী থেকে প্রখর সূর্যের দিকে ফিরিয়ে নেব মুখ
তোমার মুখের থেকে চাঁদের দিকে,
ভালবাসা থেকে ভালবাসাহীন— ঠোঁট সেদিন আওরে যাবে শরীরের কথা,
আমাদের হাত সেদিন অচেনা কারো হাতের মত খুলে নেবে একে অন্যের পোশাকের সব ক'টি বোতাম
ছিনিয়ে নেবে সঙ্কোচের মুখোশ,
চোখ সেদিন ক্ষুধার্ত সাপের মত গিলে খাবে নগ্নতা,
সেদিন বাইরে বিষম বৃষ্টি মাটির শরীর ছোঁবে,
আমাদের ছোঁবে না— রোদ মেঘ বৃষ্টি'র আলস্য, এইসব বিলাসিতা।
©somewhere in net ltd.