নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এবার শীত চলে যাবে
একদিন বসন্তের রোদ হলুদ শর্ষে ফুলে ছেয়ে থাকা ক্ষেতে নিয়ে আসবে ফলন্ত দানা,
একদিন কাঁটা ক্ষত ভর্তি শিমুল ঘুম ভেঙে দেখবে তার হাত ভরে উঠেছে লাল লাল ফুলে,
কুয়াশার পাহাড় নীল হবে ঘন,
আকাশ মেঘের ডামামা বাজিয়ে বৃষ্টি আনবে—
অঝর বৃষ্টি সেদিন সকাল-দুপুর-ব্যস্ততা ছিনিয়ে রাজ্য পেতে রবে;
এবার শীত চলে যাবে,
তবু কিছু কুয়াশা অস্পষ্টতা নিয়ে থেকে যাবে চোখে
কিছু শীত নির্বাক ঠোঁট আড়ষ্ট আঙুলে।
কিছু কিছু গ্রীষ্ম কখনো ই বরফ গলাতে পারেনা,
কিছু বসন্ত কখনো ই শীতের শেষ নয়,
পুনঃজন্মের নয়,
ঘুম ভেঙে জেগে ওঠার নয়।
ঘরের দুয়ারে শীত যখন মাদুর পেতে বসা
ভিতর থেকে দরজা না খুললে
কিছু শীত কখনো যায় না এড়ানো,
দেওয়ালের ক্যালেন্ডার জুড়ে থাকে আর্কটিক এর বারমাসি ব্লিজার্ড,
নির্বাক ঠোঁট আড়ষ্ট আঙুল,
ভেতরে জমতে থাকে বরফের অনড় পাহাড়।
©somewhere in net ltd.