নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পুরো নাম মুহাম্মদ নাসিরুল ইসলাম রনি, জন্ম- যশোর, পৈত্রিক নিবাস- ঝিনাইদহ। পড়ালেখা করছি বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ। ঠিকানা- https://www.facebook.com/nasirul.rony

এন ইসলাম রনি

এন ইসলাম রনি › বিস্তারিত পোস্টঃ

জানুয়ারীর খাতা থেকে

১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:০৮

১.
মাঝে মাঝে নিজেকে পাত্র থেকে উপুর করে ফেলে দিতে ইচ্ছে করে,
ইচ্ছে করে দেখি কতটা গড়ায়,
অথচ চলকে উঠার সময় রাশ টেনে ধরি !
আকারের জন্য শুধু এই পাত্র ধরে রাখা,
সোনা রং এই তরল মোদি কোন ঠোঁটে তুলে দিতে এই পাত্রে পাত্রে থাকা?


২.
গোলাপ ফোঁটাবো বলে মরে গেলাম,
হাড়গুলো সার হবে আর বুকের পাঁজরগুলো ভেদ করে বেড়িয়ে পড়বে এক একটা গোলাপের ডাল,
আমি কি বোকা মরে গেলাম—
গোলাপ ফোঁটাবো বলে, বুকের ভেতর একশো কাঁটা গেঁথে!


৩.
এবার নিজের কাছে ই যাই
চাইবো যদি নিজের কাছে ই কিছু চাই,
অন্যের কাছে চাইতে গেলে বাঁধে,
ভীষণ লজ্জা কাঁমড় বসায় নিম্ন ঠোঁটের মাঝে;
এবার নিজের কাছে ই যাই,
নিঃস্ব ভীষণ নিঃস্ব হাতে নিজের সামনে যেয়ে দাঁড়াই
যদি নিজেকে কিছু দেবার খুঁজে পাই!

৪.
আকাশে শেষ শীতের চাঁদ
ফিকে কুয়াশায় ছড়িয়ে পড়েছে নম্র আলো,
প্রেয়সীর চাঁদ মুখ দেখে দেখে প্রেমিক ক্লান্ত, প্রেমিকাও কিছু;
নিখোঁজ পাখির সাথে নিখোঁজ হবার সময় এসেছে তবে,
ঘুমন্ত এ শহরে দীর্ঘশ্বাস কিছু
আজ বন্টিত হবে....

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:১২

হেমলক, ধুতুরা ও অন্যান্য বলেছেন: "নিখোঁজ পাখির সাথে নিখোঁজ হবার সময় এসেছে তবে"

নিখোঁজ পাখির সাথে নিখোঁজ হলে আপনার র্গাল ফ্রেন্ডদের কি হবে ???? :P

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৪৮

এন ইসলাম রনি বলেছেন: আপনার সরণাপন্ন হবে, ধুতুরা হেমলক ও অন্যান্য থেকে পছন্দ অনুযায়ী বেছে নেবে ;)

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:১৬

নিলু বলেছেন: লিখতে থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.