নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পুরো নাম মুহাম্মদ নাসিরুল ইসলাম রনি, জন্ম- যশোর, পৈত্রিক নিবাস- ঝিনাইদহ। পড়ালেখা করছি বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ। ঠিকানা- https://www.facebook.com/nasirul.rony

এন ইসলাম রনি

এন ইসলাম রনি › বিস্তারিত পোস্টঃ

অবিন্যাস্ত অনুকাব্য- ১০

১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:১০

১.
নদীর কথা আজ নাই বা বলি
এসো আকাশের কথা বলি,
আকাশ অসীম, তবু বুক পকেটে
আজো আকাশ নিয়েই চলি।


২.
স্বপ্ন দেখার খুঁচরো সময় ফেলে
এখন স্বপ্ন ছাড়া বাঁচা,
মন ভাল নেই
মেঘ ও চাঁদের জ্যোত্‍স্না আঁধার নিয়ে যাওয়া আসা।


৩.
মিথ্যা স্বপ্ন দিয়েছে সাজিয়ে যে
সে জানে,
জানে শুধু সে, এইসব স্বপ্নের মানে।
আমার তো দেখার কথা
চোখ বুজে দেখে যাই নিদ্রা ও জাগরণে।


৪.
ভালোবাসি, আবার ভালো ও বাসি না,
যত টা বেসেছি ভালো তার থেকে ঘৃণা ও দিতেপারি অধিক,
ভালোবাসা এমন ই, এক ই নদী বইতে পারে দু দিক।


৫.
মাথার ওপর তারকাপুঞ্জ নিয়ে
মরে যাচ্ছে গোটা একটা গ্যালাক্সি
আর সূর্য নামক এই বামন নক্ষত্রের নিচে তোমার আমার
এক চাঁদ নিয়ে কাড়াকাড়ি !


৬.
আকাশ নিলে মাটির কথা ভুলে,
ঝড় থেমে গেলে
সবাই মাটির কথা ই প্রথম ভোলে।


৭.
দু চোখে মিথ্যে লেগে আছে
চোখ নামিয়েছি তাই
যা বলছি ওটা ই শোন, সত্য গুলো আঘাত দিতে পারে
সব কিছুতে সত্য খুঁজতে নাই।


৮.
স্পর্শকাতর বাতাসেরাও জানে
কিছু কথা গোপন রাখার মানে।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২৯

সুমন কর বলেছেন: ১, ২, ৬, ৮ ভাল লাগল।

১ম প্লাস।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.