নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পুরো নাম মুহাম্মদ নাসিরুল ইসলাম রনি, জন্ম- যশোর, পৈত্রিক নিবাস- ঝিনাইদহ। পড়ালেখা করছি বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ। ঠিকানা- https://www.facebook.com/nasirul.rony

এন ইসলাম রনি

এন ইসলাম রনি › বিস্তারিত পোস্টঃ

আলো আঁধারের মাঝে যাওয়া আসা

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫০

সকাল টা কে একটুখানি আদর করে ভোর নামে ডাকা
বা রাতের প্রথম ভাগ কে সন্ধ্যা
এসবই বিলাসিতা,
তবু আমরা তো রাত দিন আলো আর আঁধার কে কত নামে ডাকি,
আমাদের সকাল লাগে
দুপুর লাগে
বিকেল লাগে
অথচ জীবন শুধু আলো আর আঁধার!
তবু সুখের এইসব দিনে
আমাদের আরো কিছু লাগে,
গ্রীষ্ম বর্ষা শীত ছাড়াও লাগে-
বসন্ত হেমন্ত শরত্‍।
যদি আমাদের কিছু না থাকে চাওয়ার
যদি দুয়ারে অপেক্ষা না থাকে-
বসন্ত বিফলে যায়
শ্রাবন আর শরত্‍ এ থাকে না প্রভেদ
থৈ থৈ করে জল ভরা নদী,
তখন ঘরের দরজা পেরোলেই শুরু হয়ে যায় বাস,পিকাপভ্যান, রিকশার ক্রিং ক্রিং ভর্তি ব্যস্ত রাস্তা,
দরজার ওপাশে কোন বারান্দা থাকে না
থাকে না গ্রিলে অপেক্ষার চোখ,
তখন শুধু ই আলো আঁধারের মাঝে যাওয়া আসা
শুধু ই দিন আর রাত।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.