নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকাল টা কে একটুখানি আদর করে ভোর নামে ডাকা
বা রাতের প্রথম ভাগ কে সন্ধ্যা
এসবই বিলাসিতা,
তবু আমরা তো রাত দিন আলো আর আঁধার কে কত নামে ডাকি,
আমাদের সকাল লাগে
দুপুর লাগে
বিকেল লাগে
অথচ জীবন শুধু আলো আর আঁধার!
তবু সুখের এইসব দিনে
আমাদের আরো কিছু লাগে,
গ্রীষ্ম বর্ষা শীত ছাড়াও লাগে-
বসন্ত হেমন্ত শরত্।
যদি আমাদের কিছু না থাকে চাওয়ার
যদি দুয়ারে অপেক্ষা না থাকে-
বসন্ত বিফলে যায়
শ্রাবন আর শরত্ এ থাকে না প্রভেদ
থৈ থৈ করে জল ভরা নদী,
তখন ঘরের দরজা পেরোলেই শুরু হয়ে যায় বাস,পিকাপভ্যান, রিকশার ক্রিং ক্রিং ভর্তি ব্যস্ত রাস্তা,
দরজার ওপাশে কোন বারান্দা থাকে না
থাকে না গ্রিলে অপেক্ষার চোখ,
তখন শুধু ই আলো আঁধারের মাঝে যাওয়া আসা
শুধু ই দিন আর রাত।
©somewhere in net ltd.