নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেঘ বৃষ্টি আকাশ নিয়ে লেখা হয়েছে অসংখ্য কবিতা
বাদ যায়নি পাখি ফুল নিচের জমিনও,
নদী-নারী প্রেম আর বিরহের কথা বলে বলে অপরিহার্য করা হয়েছে তাদের
শ্রেণী সংগ্রাম শাসন শোষনের কথাও আসেনি কম,
এখন এমন কিছু কি বাকি আছে
যা নিয়ে আমি একটি কবিতা লিখতে পারি
বলতে পারি একান্ত নিজের?
সবার প্রত্যাশায় একজন নারী থাকে, বাধ্য নদী থাকে, থাকে স্বচ্ছ নীল আকাশ, চিরপূণিমার রাত,
সবাই চাই তার নারীকে দেখতে যাকে কেউ ই কখনো আঁকতে পারেনি, না পিকাসো না ভিঞ্চি,
ব্যর্থ শিল্পী ব্যর্থ অনুগামীদের দীর্ঘঃশ্বাস তাদের তৃপ্তি দেয়
অথচ সেও ভীষণ ব্যর্থ এটুকু বুঝতে পারে না কখনো,
সে আসলে সমব্যথি খোঁজে,
মেঘ বৃষ্টি আকাশ রেখে নদী-নারী প্রেম আর বিরহের কাছে গেলে আর কত টুকু বদলানো যায়
মানুষ আর কতটুকু বদলাতে পারে প্রেম আর বিরহের কাব্য?
©somewhere in net ltd.
১| ১৬ ই মার্চ, ২০১৫ সকাল ৭:৪৯
জাফরুল মবীন বলেছেন: চমৎকার কবিতা!
ভালো লাগল পাঠে ও বোধে।
অভিনন্দন ও ধন্যবাদ কবি।
শুভকামনা জানবেন।