নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হৃদয় চেনো বুকের মাঝের ঘর
দুঃখ চেনো চোখের পুকুর ভাসিয়ে নেওয়া অশ্রু টলমল
স্বপ্ন চেনো বনের সাথে আকাশ যেথায় মেশে
ঝিনুক চেনো বুকের মাঝের পাথর যার মুক্ত হয়ে হাসে?
যাও চিনে যাও,
জমানো ব্যথা উড়িয়ে দিলাম শিমুল তুলো র বসন্ত বাতাসে,
পুকুর থাকে শান্ত নিরব
হারানো পাখির পালক বুকে ই বাঁচে।
©somewhere in net ltd.