নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা অচেনা দুঃখ প্রায় ই আসে
ঘুরে ফিরে নদীর মত
মৃত্যুর মত শীতল তার স্পর্শ,
সে এলে সব কিছু অর্থহীন হয়ে যায়
জানালায় শুধু অদৃশ্য পাতা ঝরে
বিচ্ছেদের শব্দ শুনি নৈঃশব্দের রাতে।
সে আসে নীড়হারা পাখির ডানায়,
শীতের শুকনো পাতা দের উড়িয়ে নেওয়া বাতাসে,
বর্ষার অন্ধকার বিকেলের পথ ধরে,
এসে বসে থাকে চুপচাপ অনত মুখে
তার চোখ জোড়া কখনো দেখা হয় না আমার,
তার চোখেই হয়তো আঁকা আছে স্বপ্নে ফেরার পথ অথবা মরণ।
©somewhere in net ltd.