নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাষ্কর যেভাবে ছুঁয়েছে পাথর
আমরা সে ভাবে পারিনি ছুঁতে,
পাথর কেয়ারি শ্রমিক শত শত পাথর কাঁধে পিঠে
রাত দিন বয়েও কখনো পারেনি,
তবু বয়ে গেছে নদী ক্ষয়ে গেছে পাথরের গা।
চিত্রকর যেভাবে তুলে এনেছে দুঃখ
আর্টগ্যালারির ঝলমলে আলোর তলে,
আমরা কখনো পারিনি ও ভাবে আপন করতে শিল্প সৌন্দর্য্যে তাকে
দুঃখেরা তবু নিজ থেকে হয়েছে আপন,
আমরা শুধু ভালবেসে দুঃখ ছুঁয়েছি
লুকিয়েছি হৃদয়ে পাথরের তলে।
©somewhere in net ltd.
১| ২৮ শে মার্চ, ২০১৫ রাত ২:০৮
আমি শঙ্খনীল কারাগার বলেছেন: আমরা শুধু ভালবেসে দুঃখ ছুঁয়েছি
লুকিয়েছি হৃদয়ে পাথরের তলে।
শেষের চরণ দুটি রহহিদয় ছুঁয়ে গেল। কবিতা ভাল লেগেছে।
ওয়াই প্লাটুন (Young Platoon) এর কিশোর গেরিলা যোদ্ধাদের গল্প। ব্লগটিতে একবার ঘুরে আসতে পারেন।