নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১.
সেদিন সারাদিন বৃষ্টি হয়েছিল,
সারাদিন আকাশ অন্ধকার করে পড়ে ছিল অবিরাম বৃষ্টির জল,
এ শহর ভাসিয়ে নেবার মত উত্তাল স্রোত বয়ে গেছে সাগর অভিমূখে
আমাদের কিছুই ছিল না করার।
আমাদের ভেতর ও জমা বৃষ্টির বহু অভেদ্য মেঘ
আমরা খুলে দেখাতে পারিনি তা,
আমরা শুধু নিরবে মেঘ গুলো জমিয়েছি
বৃষ্টির অপেক্ষায় নিশ্চুপ দীর্ঘশ্বাসে।
২.
আজ হঠাত্ ই ভালোবাসি বলতে যেয়ে আটকে গেল !
আটকে গেছে তো সরাজীবন ই,
সেই স্কুলের পাঁচিল ডিঙ্গানোর আগের থেকেই,
তবু রাত দিন এই চন্দ্র সূর্যের তলে
ক্যাফেটারিয়ায় বাস স্টপে
জনসম্মুখে অথবা একাকি নির্জন রাতে
সবাই কে এড়িয়ে বলেছি সহস্রবার ভালোবাসি ভালোবাসি,
অথচ আজ হঠাত্ ই ভালোবাসি বলতে যেয়ে আটকে গেল......!
সময়ের সাথে কি ভালোবাসাও মরে!
৩.
অন্ধকার ছিলো ঘরের কোণে অন্ধ হয়ে, সম্পর্ক বরফের ঘরে,
তবুও সকালের সূর্য হেঁটে হেঁটে চলে গেছে দুপুরে, আকাশের রং বদলেছে বিস্তর,
তুমি নিশ্চুপ, আমি নিশ্চুপ, থমকে গেছে সময়।
৪.
চাঁদের আলো হাত বাড়িয়ে দেয়
এক সময় চাঁদ হেলে পড়ে পাশে
ছায়ারা বিবর্ধীত হয়
আমি তাকে বলি, কে তুমি? কেন এ তেপান্তরের মাঠে শুধু তুমি আর আমি?
৫.
ভালোবাসার কথা খুব নিলজ্জের মত তবে বলি
পত্যাখান চেয়েছি বলেই,
কামুক প্রেমিক কে দেহ ওষ্ঠ যেটুকু উষ্ণতা তুমি দাও
যেটুকু সম্পদ দেখিয়ে নিজেকে অদ্বিতীয়া ভাব—
প্রয়োজন নেই, প্রয়োজন বিরহের অখন্ড দুপুর।
৬.
আমরা কেউ কারো নই
ভাবলে দিন ফুরিয়ে রাত,
না ভাবলে খাচ্ছি ঘুমচ্ছি হাসছি বেশ তো আছি
বিশ টি বছর দু'শো চল্লিশ টি মাস।
৭.
যাকে ডাকিনি কখনো সে আসে,
যাকে ডাকি সে আসে না,
রাতদিন আরাধনা ধূপকাঠি পুড়ে ছাই,
দেবতার ছায়া ও পড়ে না ঘরে
নিঃসঙ্গতা শুধু মৃত্যুকে ডেকে যাই...
৮.
কষ্ট দেবে?
নষ্ট মানুষ কষ্ট নেবে,
দুহাত ভরে উপুর করে দাও দিয়ে যাও
যা দিতে এলে এই দুপুরে।
কষ্ট দেবে?
কি রং তোমার কষ্ট গুলোর
নীলচে কালো হলুদ নাকি?
মেঘের মত ঢাকতে পারে অন্ধ দুপুর?
কষ্ট দেবে?
কষ্ট মানুষ বুকে রাখে, আমি কি আর মানুষ আছি কষ্ট রাখি?
©somewhere in net ltd.