নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নৈঃশব্দের রাত ছুঁয়ে যে সকাল আসে
সেখানেও কোন শব্দ থাকে না
অচল মন্থর নদী যে রাতভোর জলের গল্প বলে গেছে
সেও শব্দহীন স্থির,
নিস্ফলা শহরের পাথরে বীজ বুনে যায় যে সব পাখিদের চঞ্চু
তারা ও জানে সে সব বীজ থেকে একটা উদ্ভিদ ও হবে না
এখানে কোন পুনর্জন্ম নেই আর জন্মের বিরুদ্ধে সবাই,
যেমন আমরাও জানি
তবু দিনরাত পানি ঢেলে গেছি মননে
একটুকরো সবুজের অপেক্ষায়।
©somewhere in net ltd.