নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যখন আমি তোমাকে নিয়ে লিখলাম
তুমি ফিরেও তাকালে না
যখন সেটাই লুট করে নিয়ে গেল তহ্মকের দল
তুমি ছুটেগেলে চোরদের ডেরায়
এক নিঃশ্বাসে পড়ে বললে চমত্কার!
এমন কি সেখান থেকে ধার করে তুলে নিয়ে পর্যন্ত এলে কিছু অমূল্য সম্পদের মত,
কৃতজ্ঞতা সহযোগে আরো কিছু চেয়ে লিখলে তক্ষক টার ঠিকানায়;
আমি তোমায় রত্নভান্ডার খুলে দেখালাম
তুমি ফিরেও তাকালে না,
আমি বললাম এসব ই তোমার
তুমি ই এই শতাব্দীর কবিতাদের জন্মদাত্রী
তোমাকে জড়িয়ে আছে কবিতাদের শরীর,
তুমি বেছে নিলে অন্যের অনুগ্রহের পথ!
©somewhere in net ltd.