নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিসর্গ ময়ূখ

নিসর্গ ময়ূখ › বিস্তারিত পোস্টঃ

এমন হলে কেমন হয় ?

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫৭

দেশে এক তরফা ইলেকশন নিয়ে হই চই হচ্ছে আর এক প্রভাবশালী বিলিওনিয়ার মুন্নু মিয়া অনুপ্রানিত হয়ে ভাবছে সবখানে কিভাবে এই একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করে সুষ্ঠু এবং আন্তর্জাতিক সমাজ ব্যবস্থা ক্রিয়েট করা যায়



অন্তত ছয়বার ফেল করে মুন্নু মিয়া নিজের অধীনে শুষ্ঠু নিরপেক্ষ আত্মশাসিত পরীক্ষায় পাশ করার আশা করতেই পারেন

এই যেমন,



1. পরীক্ষা মুন্নু মিয়া দিবে, কিন্তু খাতা দেখবে নিজেই

এই ব্যাপারে কোন ছাড় দেওয়া হবে না

². ভাইবার বোরডেও পরীক্ষক হিসেবে থাকবে মুন্নু মিয়া, তবে তার পছন্দমত কাওকে নিয়োগ দিতে পারব, সেটা হতে পারে তার দাদি, নানী, কিংবা টং দোকানের চা বিক্রেতা রহিম ভাই অথবা ড্রাইভার মফিজ মিয়াঁ

3. পরীক্ষার প্রশ্ন মুন্নু নিজেই করবে এবং এই ব্যাপারে কোন ছাড় দেওয়া যাবে না, কোনভাবেই না

4. পরিদর্শক হিসেবে বাইরের টুরিস্ট না এনে পছন্দমত কাওকে আনবেন মুন্নু মিয়াঁ

5 . সবাইকে তার অধীনে পরীক্ষা দেওয়ার জন্য সংলাপের ব্যবস্থা থাকছেই

6. কেও যদি এই পরীক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, জেল জরিমানা ইত্যাদি ইত্যাদি



পরিশেষে, বিনা প্রতিদ্বন্দ্বিতা নিয়ে পরীক্ষায় প্রথম হওয়ার গৌরব লাভ করে জাতীর নাম উজ্জ্বল করবেন বলে আশা রাখতেই পারেন মুন্নু মিয়া, পত্রিকায় বিশেষ কলাম প্রবন্ধ লেখা হবে এই সাফল্যে, টেলিভিশন চ্যানেলে বিশেষ প্রোগ্রাম হবে ( সবগুলাই মুন্নু মিয়ার নিয়ন্ত্রিত এবং অর্থায়িত :P)

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: এখন তো মুন্নু মিয়ারই শাসন চলছে;)!!!!!


আরো একটা যোগ করতে পারতেন- প্রয়োজনে কতক সাবজেক্টে অনুপস্থিত থাকলেও পরীক্ষা দেয়া হয়েছে গণ্য করতে হবে :P =p~ =p~ =p~ =p~ =p~

২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৭

নিসর্গ ময়ূখ বলেছেন: :) :) :) :) ;) ;) ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.