নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার চারপাশের মানুষ গুলো অনেক ভাল।

নিথর শ্রাবণ শিহাব

মাটির মানুষ ভিজলে কাদা হয় না কেন প্রশ্ন জাগে, মানুষ গড়া অন্যকিছুয় আমার শুধু এমন লাগে।

নিথর শ্রাবণ শিহাব › বিস্তারিত পোস্টঃ

অমিয়েন্দ্র বই আকারে আসছে এবারের বইমেলাতে

০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৫





আসছে ২০১৪'র অমর একুশে বইমেলায় আদী প্রকাশন থেকে বের হচ্ছে আমার লেখা উপন্যাস "অমিয়েন্দ্র"। রকমারি ডট কম থেকে প্রবাসীরা বইটি সংগ্রহ করতে পারেন। অন্যদিকে নীলক্ষেত এবং বাংলা বাজারেও বইটি পাওয়া যাবে।

প্রকাশক সাহেবের আকুল অনুরোধ বইটির খুব ভাল করে যেন মার্কেটিং করা হয়, যাতে মুদির দোকানে শেষ পর্যন্ত সব কপি না পাওয়া যায়। কি আর করা, আপনারা আমার বইয়ের মার্কেটিং শুরু করে দিন। এবং প্রকাশকের তরফ থেকে লেখকের উপর নাযিল হতে যাওয়া সমূহ বিপদ থেকে উদ্ধার করুন। বইটি সূলভ মূল্যেই পাওয়া যাবে। যদিও এখনও জানি না এই সূলভ মুল্য আসলে কত, এবং দাম শোনার পর পাঠকের মুখের অবস্থা কেমন হবে। তবে চিন্তার কোনো কারণ নেই। বই কেনার সঙ্গে সঙ্গেই লেখকের অটোগ্রাফ সাথে ফটোগ্রাফও দেয়ার জন্য আমি স্ব-শরীরে উপস্থিত থাকবো ইনশাআল্লাহ। ভবিষ্যৎ বংশধরদের জন্যও যত ইচ্ছা অটোগ্রাফ নিয়ে যেতে পারবেন। যারা উপস্থিত হতে পারবেন না, প্রতিনিধি পাঠাবেন- তাদেরকে ক্যামেরা দিয়ে পাঠিয়ে দিয়েন। আমি পাশাপাশি দাঁড়ানো হাসিমুখে পোজ দিয়ে ছবি তুলে দিবো। পরে এডিট করে নিজেকে আমার পাশে বসিয়ে নেবেন। আর আমি না থাকলে প্রয়োজনে বই কিনে আমাকে কুরিয়ার করে দেবেন, আমি অটোগ্রাফ দিয়ে কুরিয়ার রিটার্ন করে দেবো নিজ দায়িত্বে! শুধু পাবলিসিটির ব্যবস্থা করে ফেলুন আমার প্রাণ প্রিয় ভাই ও বোনেরা!



বইয়ের প্রাপ্তি স্থান সমূহঃ

আদী প্রকাশন

৩৫ বাংলা বাজার

বাবুল টাওয়ার



সাইফুল বই ঘর

ইসলামিয়া মার্কেট

নীলক্ষেত-১২০৫ (রাফিন প্লাজার পাশের গলি) ফোন-০১৮৫৫৫১৮২২১



রকমারি ডট কমে অর্ডার করুন



প্রি অর্ডার ফর্মঃ শুধু মাত্র কুমিল্লা, চট্টগ্রাম ও ঢাকার জন্য। এখানে বইয়ের সার্ভিস চার্জ নেয়া হয় না।

(পরবর্তীতে নতুন নতুন প্রাপ্তিস্থানের নাম যুক্ত করা হবে)

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:১৪

মামুন রশিদ বলেছেন: শুভ কামনা ।

২| ২২ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:২৭

নিথর শ্রাবণ শিহাব বলেছেন: :) ধন্যবাদ

৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:০৮

রাসেলহাসান বলেছেন: শুভ কামনা।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.