![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছন্দ হলেই কবিতা হয় না,
কিংবা ছন্দ থাকলেই ছড়া।
ছড়া , কবিতায় থাকা চাই
হাসি ঠাট্টা কড়া।
লিখে কত ছড়া আর কবিতা জনে জনে,
তাহলে খেত কত গড়াগড়ি রবিন্দ্র , নজরুল বনে।
ছড়া, কবিতায় থাকা চাই জীবন্ত প্রান,
এতেই বাড়বে মর্যাদা আর কবি লেখক দের মান ।।
©somewhere in net ltd.