![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই শহরটার ভেতরে কত রং ,
ঘুরছে মানুষ , উড়ছে ভীষণ
খাচ্ছে রক্ত ,উড়ছে মাছি ,
মানুষ গুলো সাজছে কত সং ।
সহজ সরল মানুষগুলোর,
খাচ্ছে রক্ত চুষে,
মাথার ঘাম পায়ে ফেলে ,
বাঁচছে রোজ চোখের জল মুছে।
পাবে নাকি কোন ফল ?
অসহায় মানুষ গুলো ফেলছে মাথার ঘাম,
স্রষ্টা তুমি জাগো,
তোমার বান্দা কাঁদছে, ফেলছে চোখের জল ।।
©somewhere in net ltd.