![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাতটা কাঁদে ভোর যে হবে কবে,
ভোর বলে রাত যে হলে সবে।
আমি কাঁদি তোমার একাকিত্বে,
হন্নে হয়ে ঘুরি সেই একই বৃত্তে ।।
তোমাহীনা কেমনে কাটাই আমার কুঁড়েঘরে,
দুচোখ বেয়ে অশ্রু আমার আঁচড়ে শুধু পড়ে।
বাগানটাতে অঙ্কুরিত অপেক্ষমান চারাগাছ,
তোমাহীনা বাড়ছে না সে অভিমানে আজ।।
আছো কাছে তবুও তুমি দিচ্ছ নাকো ধরা?,
বন্যায়ো কেন মনে হচ্ছে আমার কাছে খরা।
অধীর হয়ে আছি বসে আসায় আমি রোজ,
প্লিজ একটু নাওনা আমার খোঁজ।।
©somewhere in net ltd.