![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মিস করি এই রংগিন দুনিয়ায়,
সাদাকালো সময়ের ভালবাসার গল্প।
হোক না, আবার নতুন করে,
কাছে আসা অল্প ।
চলো না আবার মিঠে হাতে লিখি,
আমাদের রোজকার খুনসুটি।
ডাক পিয়নরা বেকার ভীষণ,
পাঠাই নতুন চিঠি ।
কোকিলরা আজ ভীষণ বেজার,
তুমিহীনতায় কাঁদছে ।
তোমার জন্য রোজই তারা ,
নতুন করে সাজছে।
©somewhere in net ltd.