![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই বসন্তে চাই না বর্ষা ,
আকাশটা চাই ফকফকে ফর্সা ।
মাঠেই নতুন জলেরা করে খেলা,
আকাশে আজ মেঘেদের মেলা।
গাছগুলো হয়েছে মস্ত নড়বড়ে,
কয়েকটা তো নুইয়ে পড়েছে ঝড়ে।
পাখিরা করছে তাদের ঢেরা,
কুড়িয়ে আনছে খড়কুটো , গড়ছে নতুন বেড়া।
নাহ অতটা নির্দয় নাহ , ভেবেছিলাম যাহ্ ।
সরতে শুরু করেছে মেঘেরা,
শুরু করেছে পংক্ষিরাজের বিহার,
এরই ফাঁকে তারা খুজিছে রাতের আহার।
চাই নাকো এমনি বাদল,
যেখানে ফোটেনা শতদল।
আকাশটা চাই ফকফকে ফর্সা ,
চাই না গো প্রভু এমনি হঠাৎ বর্ষা।
©somewhere in net ltd.