![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সখী! তোমার ঐ কুসুম কোমল গাত্র খানি,
কখনো কি চেয়ে দেখেছ?
পত্র পল্লব হতে সদ্য ঝরে পরা শিশির বিন্দু,
তোমার ঘন কাল কেশ হতে ঝরে পড়েছে।
সেই ঝরে পড়া জলবিন্দু হতে অঙ্কুরিত শস্য ,
এই মাঠ সবুজে ছেয়ে গেছে।
সখী! তুমি কি দেখেছ চাষার মুখে হাসি?
যে হাসিতে দোল খাচ্ছে চারা গাছের অগ্রজ।
হে সুহাসিনী! তোমার রুপে দোল খাচ্ছে ঐ ছোট্ট নদের জল,
মাঝির চৌচির বক্ষে এসেছে উচ্ছ্বাস ।
বৃক্ষ রাজি আজি দন্ডায়মান সুউচ্ছে,
রোজ রোজ ফলিছে তোমার ঐ আগুন ঝরানো রুপের ঘ্রানে কত রসালো ফল।
সখী! তুমি কি দেখনি?
প্রকৃতি আজ শান্ত-অবশ্রান্ত।
তোমায় আরেক বার দেখবে বলে,
তোমায় বন্দিতে আজ তারা ভীষণ ক্লান্ত।
শেষ বিকেলে আজি সবাই, তোমার অপেক্ষায়,
যাবেই যখন বলে যেতে শেষটি বার।
প্রকৃতি কাঁদিছে তার সাথে প্রাণহীন আমি।
তোমার অপেক্ষায় চেয়ে আছে এই পৃথিবী নামক কারাগার।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:১৯
নিত্যন চক্রবর্তী। বলেছেন: সখী আর প্রকৃতি যে একই বাহু,
তাদের আমি আলাদা করি কেমন করে?
ধন্যবাদ.।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:২৪
নিত্যন চক্রবর্তী। বলেছেন: সখী আর প্রকৃতি যে একই বাহুডোরে,
তাদের আমি আলাদা করি কেমন করে?
ধন্যবাদ.।
২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৮
কামরুননাহার কলি বলেছেন: ভালো কবিতা।
আচ্ছা এই সখিটি কি আপনার সখির কথা বলেছেন?
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:১২
নিত্যন চক্রবর্তী। বলেছেন: কল্পনা.।।
৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৫
রাজীব নুর বলেছেন: সুন্দর প্রেম কাব্য।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১০
নিত্যন চক্রবর্তী। বলেছেন: ধন্যবাদ ভাই
©somewhere in net ltd.
১|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৫০
বিজন রয় বলেছেন: সখি তো প্রেমিকা হয়ে উঠল।
ভাল হয়েছে।