![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সালাম, তোমাদের আমার ভাষা সংগ্রামী,
তোমাদের শোক আজ বহিছে বাতাসে।
অম্লান হোক তোমাদের স্মৃতি,
ভালবাসা এই অমর একুশে ।
উর্দুতে নয় বাংলায় বলি,
মনের যত কথা ।
২১ এলেই চিনচিন করে ,
৫২'র সেই ব্যাথা।
তোমরা সবই দিয়েছ মোদের,
দিয়ে চলেছ অনাগত দিন,
সত্যি করে বল না তোমরা ,
কি করে মেটাব তোমাদের এই ঋণ ?
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৬
নিত্যন চক্রবর্তী। বলেছেন: ধন্যবাদ ভাই.।।।
২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:০১
সেলিম আনোয়ার বলেছেন: সত্যি তাইতো।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৭
নিত্যন চক্রবর্তী। বলেছেন: হুম তাই
©somewhere in net ltd.
১|
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৪৯
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।