![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেয়ে, তোমার গেরুয়া বসন ,
আর লোভাতুর হাসি।
কাঁপিয়া উঠে আমার এই হৃদয় রাজ্য,
সকল সুখ তোমার দেহ-ধামে ঝরুক রাশি রাশি।
তোমার চরণে ঝংকার তোলা নুপুরের নিক্বনে,
হার মানে স্বর্গের অপ্সরী।
তোমার জন্য আকুল এই বদন-খানি,
তোমায় এক নজর দেখার লোভ আমি ছাড়িতে না পারি।
তোমার অবাক করা চাহনি ,
আমায় কামুক করে তোলে।
তোমাহীনা আমার নিঃশ্বাস ,
শুধুই যায় যায় করে।
তোমার অপার মায়াজালে আবদ্ধ,
আমার এই আমিত্ব।
এই ঘোর কাটাবে কি করে প্রিয়ে,
আমি যে তোমার ঘোরে আসক্ত।
©somewhere in net ltd.