![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অকালে প্রস্ফুটিত আমি ,
তোমার জন্য।
নিজের স্বপ্ন গুলো দিয়েছি বিসর্জন,
শুধু তোমার জন্য।
আমার অকালে ঝরে পড়া কান্না,
অশ্রুসিক্ত বদন ।
সঁপেছি এই দেহখানি,
শুধু তোমার জন্য।
ক্ষিধের জ্বালায় , তোমাতে সঁপেছি ,
সমাজ দিয়েছে ধিক্কার।
তাতে কি? সমাজ কি বুঝিয়াছে কখনো?
আমার হাহাকার।
আমার ভেতর জ্বলে ওঠা আগুনের স্ফুলিংগ কি তুমি দেখেছ?
জ্বলন্ত অগ্নির লেলিহান শিখা।
আমায় পতিতা বানিয়েছে সমাজ,
দেখাইনি কখনো আলো দিশা।
১৪ ই মার্চ, ২০১৮ রাত ৯:৩৬
নিত্যন চক্রবর্তী। বলেছেন: ধন্যবাদ ভাই
২| ১৪ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২২
আবু আফিয়া বলেছেন: আসলেই তাই, ভাল লাগল, ধন্যবাদ
১৪ ই মার্চ, ২০১৮ রাত ৯:৩৬
নিত্যন চক্রবর্তী। বলেছেন: ধন্যবাদ ভ্যাই
©somewhere in net ltd.
১|
১৪ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৫৭
রাজীব নুর বলেছেন: সুন্দর।