![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ওদেরও সাজতে ইচ্ছে হয়,
রাতের আঁধার ঘনিয়ে এলে।
সুখেরা হাতছানি দেয়,
পূর্ণতা যেন চোখগুলো মেলে।
দিনগুলো ওদের দৌড়ায়,
পেটের ক্ষুধা, কামুক প্রাণ।
তাইতো হয়তো হয়ে ওঠেনা সময়,
নিশিতে নেয় পদ্মের ঘ্রাণ।
উন্মীলিত চোখ হাতছানি দেয়,
আকাশ ছুঁতে চায়।
কখনো কেউ শুনেনি কভু,
এই মনের অভিপ্রায়।
ভালবাসা সকল তোমায় দিলুম,
-হে ছিন্নমূল কিশোরী।
নির্বিঘ্নে চষে বেড়াও ,
আমার এই রাতের শান্ত নগরী।
০১ লা এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৩
নিত্যন চক্রবর্তী। বলেছেন: ভালবাসাই জীবন
২| ০১ লা এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৭
দিবা রুমি বলেছেন: বাবু, এটা তোমার কবিতা?
খুব সুন্দর হয়েছে তোমার জন্য।
০১ লা এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৩
নিত্যন চক্রবর্তী। বলেছেন: হুম লিখা।
ধন্যবাদ.।.।
৩| ০১ লা এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৭
দিবা রুমি বলেছেন: তাহলে চালিয়ে যাও। একদিন বড় কবি হবে।
আপুর দু'আ আছে সাথে।
০১ লা এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৮
নিত্যন চক্রবর্তী। বলেছেন: দোয়া করবেন.।.।।।
৪| ০১ লা এপ্রিল, ২০১৮ রাত ১১:০৪
শাহরিয়ার কবীর বলেছেন: সাঁঝতে বানানটা মনে হয় সাজতে হবে !!!
সাঁঝ < মানে সন্ধ্যাকাল ।।
০১ লা এপ্রিল, ২০১৮ রাত ১১:১৪
নিত্যন চক্রবর্তী। বলেছেন: ঠিক করেছি । ধন্যবাদ
৫| ০১ লা এপ্রিল, ২০১৮ রাত ১১:০৫
সৈয়দ তাজুল বলেছেন: তোমার কবিতা ভাল হয়েছে।
ছবি পাল্টাচ্ছো কেন ভাই?
০১ লা এপ্রিল, ২০১৮ রাত ১১:১৫
নিত্যন চক্রবর্তী। বলেছেন: যখন শেয়ার করছি ফেসবুকে । তখন কবিতার ছবি বা নাম কিছুই আসতেছেনা
৬| ০১ লা এপ্রিল, ২০১৮ রাত ১১:১৫
নূর-ই-হাফসা বলেছেন: ছবিটা দারুন ।
বঞ্চিত কিশোরী রা অল্প পাতায় বানানো কাজলেও সাজটা অসাধারণ লাগে ।
প্রত্যেক মানুষ এর সাজসজ্জা আলাদা , ভারসাম্য রেখেই তাদের অল্প সাজে মুগ্ধতা হয় যা ধনী শ্রেণীর মেয়ের ক্ষেত্রে বেমানান । অতি সাদামাটা মনে হবে
৭| ০১ লা এপ্রিল, ২০১৮ রাত ১১:১৬
নূর-ই-হাফসা বলেছেন: আগের ছবিটা ভালো । ঐটার কথা বলেছি
৮| ০১ লা এপ্রিল, ২০১৮ রাত ১১:৩৩
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: ছবিটা বেশ লাগল। সেই সঙ্গে কবিতাটি ও
০১ লা এপ্রিল, ২০১৮ রাত ১১:৪২
নিত্যন চক্রবর্তী। বলেছেন: ধন্যবাদ.।.।.।
©somewhere in net ltd.
১|
০১ লা এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৬
শাহরিয়ার কবীর বলেছেন: বেশি ভালবাসা ভাল না....
কবিতা সুন্দর হয়ে ভাইয়া।