![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অশুভকে বিদায় দিয়ে ,
প্রাণ খুলে সবাই হাসুক হাসি।
সাম্প্রদিয়কতা বিদায় দিয়ে,
সাম্প্রদায়িকরা গলায় পড়ুক ফাঁসি।
চেতনা সবার মুক্ত হোক,
নিজেকে করি ভালবাসার ভৃত্য।
অন্যের জন্য আমিও কাঁদি,
একই মালায় গাঁথি সুতো।
আসুন বাংগালী হই,
করি দেশপ্রেম জাগ্রত।
কাজ করি সবাই একসাথে,
সুস্থ পরিবেশ গড়ি, কাঁদছে আমার অনাগত।
ঝরছে বারি ,কান্না হয়ে,
বর্ষ বরণের শেষ বেলায়।
অনাগত দিন সুন্দর হোক,
হাসুক সবাই ভালবাসার মিলন মেলায়।
১৪ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০১
নিত্যন চক্রবর্তী। বলেছেন: সুন্দর হয়েছে
২| ১৪ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০৩
পদাতিক চৌধুরি বলেছেন: নববর্ষের শুভেচ্ছা।আগামীর বার্তা হোক কলরবময়।
১৪ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:১১
নিত্যন চক্রবর্তী। বলেছেন: শুভেচ্ছা।
৩| ১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:২৩
সোহাগ তানভীর সাকিব বলেছেন: নববর্ষের নবরূপেরর মত রাঙিনো হোক প্রতিটি মুহূর্ত। সুন্দর সমৃদ্ধ হোক আগামির দিনগুলো।
নববর্ষের শুভেচ্ছা।
১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:৫৪
নিত্যন চক্রবর্তী। বলেছেন: শুভেচ্ছা।
১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১:০২
নিত্যন চক্রবর্তী। বলেছেন: শুভেচ্ছা।
৪| ১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:০০
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
©somewhere in net ltd.
১|
১৪ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:২৪
কাওসার চৌধুরী বলেছেন:
পানতা নিয়ে থাকলে বসে
ইলিশ মাছের আশায়,
একটা ইলিশ পথ ভুলে কী
ঢুঁকবে আমার বাসায়?
কেষ্ট বলে, শুনছো কথা!
বলে কী মোর দুলায়,
এই বাজারে ইলিশ নিয়া
কেমনে মাথা ঘামায়?
থালায় নিয়ে রাখছি পুঁটি
উদযাপনের আশায়,
লও সবে বৈশাখী মোর
রাঙা নিমন্ত্রণের খাতায়,
খেজুর পাতার আসন পেতে
বসবো সবাই দাওয়ায়,
করবো ভাগ মহা আনন্দে
পুঁটি-পান্তার থালায়।।
................শুভ নববর্ষ।
.......ব্লগে স্বাগতম।