![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভোর হলেই জ্যামের ভয়ে অফিস পাড়ায় ছুট,
জ্যামের ভয়ে মাঝে মাঝে চেঞ্জ হয় আমার রুট।
অত সকালে নাস্তা বানাতে বৌয়ের নেই মুড,
আবদারেও যে বউ আমার হয় ভীষণ রুড।
সিটিং সার্ভিস না পেয়ে যাই ,
লোকাল বাসে ঝুলে।
অফিসে যখন লেট হয়ে যায়,
বস নেয় আমার চামড়া খুলে।
কাজের আমার ভীষণ চাপে,
কে নেয় মধ্যাহ্ন ভোজের খোঁজ।
বউ আমার খেয়েছে কিনা,
খবর নিতে হয় রোজ।
আজ আমি ক্লান্ত ভীষণ,
যদি হতাম সরকারী আমলা।
রিলাক্সেশনেই জীবন পার,
বলত না বউ আমায় অফিসিয়াল কামলা।
০৮ ই মে, ২০১৮ বিকাল ৪:২৪
নিত্যন চক্রবর্তী। বলেছেন: ধন্যবাদ
২| ০৮ ই মে, ২০১৮ বিকাল ৩:৪১
রাজীব নুর বলেছেন: চরম বাস্তব একটি কবিতা।
খুব ভালো লাগলো।
যদি অনুমতি দেন তো আমার ফেসবুকে শেয়ার করি।
০৮ ই মে, ২০১৮ বিকাল ৪:২৩
নিত্যন চক্রবর্তী। বলেছেন: ধন্যবাদ। হ্যাঁ অবশ্যই করতে পারেন । আপনার ফেবু লিংক টা দেয়া যাবে?
৩| ০৮ ই মে, ২০১৮ বিকাল ৪:৩১
কথার ফুলঝুরি! বলেছেন: হাহাহা! অফিসের কাজ করতে করতে হাপিয়ে উঠেছিলাম, খুব মজা পেলাম কবিটা টি পড়ে ভাল লেগেছে খুব।
০৮ ই মে, ২০১৮ বিকাল ৪:৩৬
নিত্যন চক্রবর্তী। বলেছেন: ধন্যবাদ।
৪| ০৮ ই মে, ২০১৮ বিকাল ৫:২৩
মাকার মাহিতা বলেছেন: বেশ ভাল লিখেছন দাদা।
শুভকামনা রইল!
০৮ ই মে, ২০১৮ বিকাল ৫:২৭
নিত্যন চক্রবর্তী। বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৮ ই মে, ২০১৮ বিকাল ৩:০৬
মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ বলেছেন: ভালো ছিল।