![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি এসো আমার অন্য বসন্তে,
-সখী, এ বসন্ত আমার ফুরিয়ে গেছে।
ফুরিয়েছে তোমার শোকে,
তাকিয়ে ছিলুম শেষ দিগন্তে।
তোমার জন্য কেঁদেছে হেমন্ত, ফাগুন,
বর্ষার বৃষ্টিস্নাত স্রোত।
আমার কান্না কেউ দেখেনি,
দেখেছে গ্রীষ্মের কাঠ ফাটা রোদ।
-ওগো, তুমি ফেরার অপেক্ষায়,
আমার স্বপ্নের বালুকা বেলা।
তোমাকে পাব বলে,
স্বপ্নেরা আমার রোজ করিছে খেলা।
২| ০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১৭
লায়নহার্ট বলেছেন: {সুন্দর এডিট}
০২ রা আগস্ট, ২০১৮ রাত ৯:৩৩
নিত্যন চক্রবর্তী। বলেছেন: ধন্যবাদ। পাশে থাকবেন।
৩| ০২ রা আগস্ট, ২০১৮ রাত ৮:৩১
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা। সুন্দর ছবি।
মনোমুগ্ধকর।
ছবিটা উপরে দিলেন না কেন?
০২ রা আগস্ট, ২০১৮ রাত ৯:৩৪
নিত্যন চক্রবর্তী। বলেছেন: ধন্যবাদ। আমি ছবি নিচের দিকেই দেই
৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০১
সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।
০১ লা নভেম্বর, ২০১৮ রাত ৩:০২
নিত্যন চক্রবর্তী। বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০৯
চাঁদগাজী বলেছেন:
এই ছবিটা দেখলে, আমিও হয়তো কবিতা লিখতে পারবো!