![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার খোঁপায় বকুল হাসে,
হাসে আমার বসন্ত।
তুমি আমার শেষ বিকেলের ,
রোজ কাটানো হেমন্ত।
তোমার স্নিগ্ধ হাসিতে,
আমার পরশ লাগে মনে,
তোমায় নিয়ে কাটাব প্রভাত,
ওই কুসুমের বনে।
তোমার হাসির সুধা পানে,
আসবে, বনের মধুরাজ।
সপ্ত বর্ণে রাংগাবে তোমায়,
অবাক সবাই, দেখে বর্ণীল সাজ।
বন রাজের মিছিল যাবে,
স্বর্গলোকের দেশে,
হাসবে তুমি, হাসবে ভূমি,
এক পরীর বেশে।।
তোমায় রোজ স্বপ্নে ভাবি,
রাত পোহালেই ভাল আছ কিনা ?
জিজ্ঞাসার অপেক্ষায় রই,
জানো কি আমার দেবী?
১৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:১০
নিত্যন চক্রবর্তী। বলেছেন: ধন্যবাদ দাদা
২| ১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩১
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
১৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৫
নিত্যন চক্রবর্তী। বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৭
বিজন রয় বলেছেন: প্রেমের অনেক রঙ। এই কবিতাও তার প্রকাশ ঘটেছে।
সুন্দর, +++++।
ছবি লেখার আগেই লিংক দিলে প্রথমেই দেখা যাবে।
শুভকামনা।