![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বালিকা তোমার সুললিত সুরে,
মনটা যে খুব হাসে।
বালিকা তোমার দোলিত মনে,
এই হৃদয়পদ্ম ভাসে।
বালিকা তোমার এলোকেশ চুল,
শীতল হাওয়ায় দোলে।
বালিকা তোমার আলতা রাঙ্গা পায়ে,
ক্লান্ত পথিক পথটা যে ভোলে।
তোমার ঝুমকো দুলে পাই প্রানের স্পন্দন,
তোমার জন্য করিতেছে বালক আর্তনাদ আর অশ্রুভরা ক্রন্দন।
তোমার হৃদয়ে কি পৌছেনা? সেই অশ্রু ঝরনার সুর।
সেই সুর তো প্রতিধ্বনিত হয় দিগন্ত ছাড়িয়ে বহুদূর।
তোমার দেয়া শিউলি ফুলের ঘ্রাণে ফিরে পাই আমার ক্লান্ত বিকেল,
সাজাই তোমায় দেবী।
বকুলের মালায় সাজাবো তোমায়,
এই রজনী কাটাই আর তোমায় ভাবি।
তোমায় নিয়ে কাটছে না যে,
এই নির্ঘুম রাতের মায়া।
তোমায় আমি সাজাব আমার,
স্বপ্নলোকের জায়া।।
২৯ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০৯
নিত্যন চক্রবর্তী। বলেছেন: হুম অনেক
২| ২৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ৭:১২
ল বলেছেন:
সুন্দর ভাবনা ---
তোমায় আমি সাজাবো আমার -- রিপিট কথা মনে হচ্ছে।
তোমায় সাজাবো ওগো আমার -----
জাষ্ট এ থট
২৯ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১০
নিত্যন চক্রবর্তী। বলেছেন: আলাদা অর্থে ...
৩| ২৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ৭:২৯
চাঙ্কু বলেছেন: বালিকাডা কেডা?
৪| ২৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:১৩
নজসু বলেছেন:
বালিকার প্রেমে মত্ত কবি।
কবিতার রোমান্টিকতা মুগ্ধ করেছে আমায়।
২৯ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১১
নিত্যন চক্রবর্তী। বলেছেন: ধন্যবাদ
৫| ২৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:৫৫
আর্কিওপটেরিক্স বলেছেন: বালিকাডা কেডা?
৬| ২৯ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩৩
জাফর আহম্মদ বলেছেন: অনেক ভালো লাগছে ...
এত্তো প্রেম কই থেইকা আসে #জনাব?
২৯ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪২
নিত্যন চক্রবর্তী। বলেছেন: জীবনটাই তো প্রেম ভালবাসায় গড়া.।।
৭| ২৯ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:২৫
রাজীব নুর বলেছেন: "Never compromise with your personality
You got a pure heart
৩০ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৪২
নিত্যন চক্রবর্তী। বলেছেন: ধন্যবাদ ভাই
©somewhere in net ltd.
১|
২৯ শে নভেম্বর, ২০১৮ ভোর ৬:২৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কবিতা খুব সুন্দর হইছে ! আচ্ছা জয়াকে কি আপনি খুব বেছি ভালোবাসেন ?