![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি গল্পে ডুবে রই,
হতে চাই তোমার কোমল হাতের স্পর্শের,
ছোঁয়ায় হাজারো পৃষ্ঠার স্তূপে গড়া উপন্যাসের বই।
নিস্পলক চেয়ে থাকা কাব্যে,
তোমার হাসি ভাসে।
কখনোবা আবেগে অশ্রু গড়ায়,
কিংবা অভিমানেও হাসে।
গল্পের শিরোনামে যদি তুমি আমায় মানতে,
আমাদের ভালবাসায় লাইলী-মজনূরাও হারত, হয়তো তুমি জানতে।
তাও ভাবি , তুমি ভাবাও রোজ, শেষ বিকেলের স্মৃতি,
জেদখানি বেশ, দম্ভে তোমার,আমি জিতি।
কাব্যখানা মলাটের খোঁজে,
রোজ যাযাবর হয়ে ফিরছে।
মলাট যে তার মাধুর্য নিয়ে,
অন্য নৌকায় ভিড়ছে।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ১:৪৬
নিত্যন চক্রবর্তী। বলেছেন: ধন্যবাদ
২| ০২ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৪৮
মোঃ খুরশীদ আলম বলেছেন: মলাটযে তার মাধুর্য নিয়ে অন্য নৌকায় ভিড়ছে, দারুণ লিখেছেন। কবিতায় প্রাণ আছে। শুভ কামনা জানবেন।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ১:৪৭
নিত্যন চক্রবর্তী। বলেছেন: ধন্যবাদ। পাশে থাকার জন্য...
৩| ০২ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:০৭
আলমগীর কাইজার বলেছেন: মলাট যে তার মাধুর্য নিয়ে,
অন্য নৌকায় ভিড়ছে।
ভালো লাগলো, মলাট যে সবসময় অন্য নৌকায় ভিড়বে তা নয়, আদর যত্ন করলে আপনার নৌকায় থেকে যাবে।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ১:৪৭
নিত্যন চক্রবর্তী। বলেছেন: চেষ্টা করছি
৪| ০২ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১৬
আর্কিওপটেরিক্স বলেছেন: বেশ
©somewhere in net ltd.
১|
০২ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:১৩
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।