![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হবু এমপি সাহেব,
ফুলের মালার ভারে ক্লান্ত।
নির্বাচন এলেই চাঁদপানা মুখ খানা দেখব,
জাতি তা ভাল করেই জানত।
৫ বছরে বার পাঁচেক হয়তো মিলে দেখা,
দরকার যখন পাইনা খুঁজে তখন সত্যি লাগে একা।
নির্বাচনের হিড়িক লাগলে পাই মোদের দ্বারে,
শত প্রতিশ্রুতির বানী শুনান সামনে পান যারে।
বাংলায় ঘুরছে কতশত মাহাথির, ম্যান্ডেলা, নেতাজি, সূর্য সেন,
তাইতো এবার হাসবে সবাই, বাজবে উন্নয়নের সাইরেন।
জয়ী হলে এবার ভাসবে জাতি উন্নয়নের বন্যায়,
মানব না আর, হোকনা দুর্নীতি আর অন্যায়।
এমন কত শত বানী শুনান হবু এমপি মহোদয়,
নির্বাচন এলেই তাদের হয় নবোদয়।
জয়ী হলে এমপি সাহেবকে দেখা যায় ,
কাল কাঁচে ঢাকা পাজেরোর আড়ালে।
পাইনা আর তাকে,
আমার হাতখানা বাড়ালে।
এত আশার কি দরকার ছিল ভাই?
কাটাচ্ছি সময় যাচ্ছে দিন, হয়তো যাচ্ছে নির্ঘুম রাত।
আপনাকে তো বানিয়েছি নেতা দুর্দিনে থাকতে পাশে,
তবে এখন আপনি কেন হলেন ইদের চাঁদ।
©somewhere in net ltd.
১|
১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০৭
রাজীব নুর বলেছেন: সত্য কথন।