![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুপুরের খাবার খেয়েই,
যখন ক্লান্তি বেয়ে পড়ে।
ছাতাটা হাতে নিয়েই ছুটি,
প্রখর রোদ্দুরে আমার রাজপথে ঘাম পড়ে ঝরে।
লোকাল বাসটা এসছে কাছে,
উঠে পড়ি ঝুলে।
মামা হাফ ভাড়াটা রাখো প্লিজ,
আইডি কার্ডটা রেখে এসেছি ভুলে।
জ্যামে আছি বসে,
সময় যে পেরিয়ে গেল।
স্টুডেন্টটা দিচ্ছে বারেবার ফোন,
টিউশনটা বুঝি আজ গেল।
বাস থেকে নেমেই দিয়েছি দৌড়,
চেপেই কলিং বেল।
দিয়েছে আন্টি ঝারি,
ছেলে নাকি তার দুই বিষয়েই ফেইল।
আজ আমার কি হবে,
টিউশনটা যে গেল।
আবার রোজ দেখি,
নতুন টুলেট কোথায় এল।
-------------------------------------
© নিত্যন চক্রবর্তী।
০৪-১০-২০১৯ ইং।
২০ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:৪৪
নিত্যন চক্রবর্তী। বলেছেন: হ্যাঁ অনেক কষ্টের
২| ২০ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৩৯
নার্গিস জামান বলেছেন: সুন্দর
২০ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:৪৪
নিত্যন চক্রবর্তী। বলেছেন: ধন্যবাদ
৩| ২০ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:৪৬
রাজীব নুর বলেছেন: বাস্তব অভিজ্ঞতা থেকে লিখেছেন? না আবেগ থেকে?
২১ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১২
নিত্যন চক্রবর্তী। বলেছেন: বাস্তবতার সাথে আবেগ যুক্ত।।
৪| ২১ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:১৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: বাস্তব কাব্য
ভালো লাগলো
২১ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১২
নিত্যন চক্রবর্তী। বলেছেন: ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
২০ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:২৩
জগতারন বলেছেন:
পরের বাড়ী হাটিয়া হাটিয়া ও বাসে যাইয়া টীওশনি (!)
ঊহ ! কি যে কষ্ট তা টীওশন মাষ্টারই জানে কী কষ্ট তাহার মনে।
সমবেদনা জ্ঞাপন করিতেছি।