![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতা, তুমি কেন আজ এত বিবর্ণ?
তোমায় যে আমি ছুঁতে পারছিনে।
কবিতা, তুমি কেন আজ এত মলিন?
তোমায় যে আজ কন্ঠে বসাতে পারছিনে।
কবিতা, তুমি আজ কোন নারীর লোভে ঘুরে বেড়াচ্ছ?
কারো কি অধরের উষ্ণতার প্রহর পোহাচ্ছ?
সে কি আসবে?
নাকি মরীচিকা হয়ে,
কোন এক বিবর্ণ বিকেল কিংবা বৃষ্টিস্নাত সন্ধ্যায়,
কোন জলাধারে ভাসবে।
কবিতা, তুমি কি কোন এক কাশ ফুল দোলা
শরতের অপেক্ষায় আছো?
আমি যে তোমাকেই চাই,
তুমি চাইলে আমায় নিয়ে বাঁচো ।।
কবিতা, তুমি ফিরো রমনীর হেঁটে যাওয়া ঘাসের উপর,
কুয়াশার আঁচড়ের পথ ধরে।
খোঁপায় গোঁজা বকুলের সুভাসে কিংবা নীল শাড়ির আঁচলের ভাজে,
কবিতা, তুমি ফিরো আরব্য রজনীর রাজকন্যা হয়ে,
কিংবা বখে যাওয়া কোন কিশোরী।
ফিরতে পারো রাতের আকাশে ছড়ানে বেলীর সুভাসে,
তোমায় পেয়ে শান্ত হোক আমার কাব্যের স্বপ্নপূরী ।।
২| ২৪ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৩৩
রাজীব নুর বলেছেন: আসলে মানুষ কেন কবিতা লিখে আমি বুঝি না। কবিতা লিখে তো বাজারে জিনিসপত্রের দাম কমানো যায় না।
২৪ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:২৪
নিত্যন চক্রবর্তী। বলেছেন: সব জায়গায় প্রতিবাদের ভাষা থাকে।
৩| ২৪ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৪৯
নীল আকাশ বলেছেন: কাশফুলে শরতে আর বসন্তের মাঝখানে অনেক গ্যাপ। হেমন্তের শিশির হলে কেমন হতো?
সুবাসে, ভাঁজে
২৪ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:২২
নিত্যন চক্রবর্তী। বলেছেন: সুন্দর ভাবনা ।
৪| ২৪ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৫৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে
২৪ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:২২
নিত্যন চক্রবর্তী। বলেছেন: ধন্যবাদ ।
২৪ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:২২
নিত্যন চক্রবর্তী। বলেছেন: ধন্যবাদ ।
৫| ২৪ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৫
জুনায়েদ বি রাহমান বলেছেন: ইতিহাস বলছে, লকবিতা সময়ের, সমাজের প্রতিনিধিত্ব করে। আমাদের বর্তমান সমাজ, সময়, মানুষ খুব খুব অস্থির। কবিতায় এই অস্থিরতার ছায়া পড়েছে।
৬| ২৪ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:০৫
নুরহোসেন নুর বলেছেন: চমৎকার কবিতা।
২৪ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:২৩
নিত্যন চক্রবর্তী। বলেছেন: ধন্যবাদ ।
৭| ২৪ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:২৩
নার্গিস জামান বলেছেন: অনেক সুন্দর
©somewhere in net ltd.
১|
২৪ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:২৭
তারেক ফাহিম বলেছেন: কবিতা ছেড়ে গল্পকে বরণ করেন।