![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ঐ কান্নাগুলো আড়াল হয়ে,
তুমিহীনা রোজ যাচ্ছ সয়ে ।
ফেরার আকুতি জানাইনা তাই,
ফিরতে পারো আমার হয়ে।
নাকি তুমি অন্য ফুলে,
ঘুমিয়ে আছো মধু খেয়ে।
দেখো আবার চুপসে গেলে,
মজাটা হয়তো পড়বে বেয়ে।।
রোজ নাকি নতুন বাগান,
হচ্ছে তোমার পায়চারী।
কাঁদছে কেউ রোজ রাতে,
তাকি বুঝো অবলা নারী?
কে বাঁচে কিংবা পড়ছে মরা,
তাতে কি তোমার যায় আসে?
তোমার ছলনায় কেউ ফেঁসে,
জীবনখানা কার যাচ্ছে ভেসে ।
© নিত্যন চক্রবর্তী
২| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:০৮
আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার হয়েছে অনেক শুভ কামনা রইল----------
৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:২৭
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৫৮
নার্গিস জামান বলেছেন: সুন্দর
©somewhere in net ltd.
১|
২৬ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:০১
রানার ব্লগ বলেছেন: শান্ত হোন প্রতিহিংসা শুধু দুঃখ বারায় !!!