![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেবী, তুমি এমন কেন?
ক্যামন যেনো, হিসেব করে হাসো।
ক্যামন যেন হিসেবী ভালবাসো
ক্যামন করে? পারোও বটে।
ললাটে ওই পড়লে টিপ
তোমার শহরে কুৎসা রটে?
তবে তুমি আমার শহরেই এসো
আমি না হয় রোজ সকালে,
কপোল জুড়ে, চুমু খেয়ে
টিপটা সেটে দেব।
তুমি তখন চুপটি করে
ঘুমের ভানে থেকো।
সিঁদুর মেখে স্নানটি সেরে
চুলের জলে ঝাপটা দিও
আমার চোখে মুখে।
আমি তখন আঁচলটুকুর
আদর মেখে আবার ঘুমে
ঢলব তোমার বুকে।।
দেবী, তুমি এমন কেন?
বাসলে ভাল কি হয় ক্ষতি?
ট্যাক্স দিতে হয় রোজ কি তোমার?
কেউ কি তার হিসেব কষে?
তুমি কি থাকো খুব লসে?
আমি বাপু হিসেব হিসেব খেলি না আর
খুলি নাকো হালখাতাও
দেবী, তুমি এমন কেন?
খুব ক্ষতি হয় কি তোমার?
________________
© নিত্যন চক্রবর্তী
১২/০৭/২০২২
দুপুরঃ ০২ঃ৩৯
ফেনী।
ছবিসত্ত্বঃ Farzin Fariha
১৫ ই জুলাই, ২০২২ সকাল ৯:১২
নিত্যন চক্রবর্তী। বলেছেন: সিঁদুর সাধারণত স্নানের পরেই দেয়া হয় কিন্তু মুছে গেলে তার ব্যতয় ঘটে। এখানে কবিতার প্রয়োজনে এমনটা হয়েছে। ছবির প্রয়োজনে কবিতা।
২| ১৫ ই জুলাই, ২০২২ সকাল ৯:৩৮
শায়মা বলেছেন: মজার কবিতা!!!
একদম সিনেমা সিনেমা।
যাইহোক খায়রুলভাইয়ার মত আমারও মনে হয়েছে ঐ ছবির লেখা তুমি লিখেছো ভাইয়া।
হা হা নয়তো ছবিটা দেখেই কবিতা।
তাই না???
১৫ ই জুলাই, ২০২২ দুপুর ২:১৯
নিত্যন চক্রবর্তী। বলেছেন: ছবি দেখে কবিতা। ছবি সত্ত্ব দেয়া আছে।
৩| ১৫ ই জুলাই, ২০২২ দুপুর ১:১০
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
১৫ ই জুলাই, ২০২২ দুপুর ২:২০
নিত্যন চক্রবর্তী। বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৫ ই জুলাই, ২০২২ সকাল ৮:৩৭
খায়রুল আহসান বলেছেন: বেশ রোমান্টিক ভাবনা!
"সিঁদুর মেখে স্নানটি সেরে চুলের জলে ঝাপটা দিও" - সিঁদুর কি স্নানের আগে মাখা হয়, নাকি পরে? ছবিটা কবে, কখন, কোথায় তোলা হয়েছিল? ছবি দেখেই কি কবিতাটি লেখা হলো?