![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাম্যবাদী সাম্যবাদী
মোরা মুখে বলি শুধু সাম্যবাদী
আসলে কি মোরা হতে পেরেছি,
হতে পেরেছি সাম্যবাদী ?
মুখে হল সাম্যবাদের বাণী
হৃদয়ে হল ভুল ঘৃণার গ্লাণী
যদি জানিই সাম্যবাদে মানে না কোন জাত বিজাত,
তবে কেন করিনা দশে একটি হাত ?
এ শুনছি কোন সাম্যবাদ !
যেখানে খোঁজা হয় ধনী জাত
আর গরীবকে বলা হয় বিজাত,
অপরাধ না হচ্ছি অপরাধী
পড়ছি কড়া হাতি !
বের হতে হয় কারা ভোগে
হয়েও নীরঅপরাধী,
গাইছি মোরা গান হয়ে কোন সাম্যবাদী !
১২ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:০১
নাইম রাজ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা ।
২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:০৩
শমীক বন্দ্যোপাধ্যায় বলেছেন: বাঃ। খুব ভালো লাগল।
১২ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:০২
নাইম রাজ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ।
৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:১৫
নিউ সিস্টেম বলেছেন: দারুন অসাধারন কবিতা............
১২ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:০৪
নাইম রাজ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই নিউ সিস্টেম ।
৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩৫
প্রামানিক বলেছেন: অসাধারণ কবিতা।
১২ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:০৫
নাইম রাজ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ।
৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:৫৪
গিলগামেশের দরবার বলেছেন: ছবিটা জোয়ান অফ আর্কের?
২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:১৫
নাইম রাজ বলেছেন: হতে পারে !
৬| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:৫১
ব্লগ সার্চম্যান বলেছেন: ভালো লাগল ।
২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:১৬
নাইম রাজ বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
৭| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৫৬
বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর লেখনি।
২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:১৭
নাইম রাজ বলেছেন: অনেক ভালোবাসা থাকল।
©somewhere in net ltd.
১|
১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৪৫
মামুন ইসলাম বলেছেন: চমৎকার সাম্যবাদি ।