| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কি আশ্চর্য বলো ?
পৃথিবীতে দুদিনের জন্য আসা যাওয়া,
এর মাঝেই কত চেনা অচেনা,
হয় কত কিছু জানা
থেকে যায় অনেক অজানা,।
হয় কত কিছুর দেখা
থাকে চির স্বরনী হয়ে কত স্মৃতি লেখা,
দিন দিন জন্ম নেয় কত ধারনা
ঘটে সত্য মিথ্যের কত ঘটনা
সব কিছুর জন্য দায় করি ভাগ্যকে
কখন বিচার করে দোষ দিই না নিজের কর্মকে।
লেখকঃ
নাইম রাজ
নিজ বাসায় বসে লেখা ।
২০/০৯/২০১৬
২১ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৯
নাইম রাজ বলেছেন: ধন্যবাদ আপু।
২|
২০ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৪১
মামুন ইসলাম বলেছেন: চমৎকার। ![]()
২১ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৫০
নাইম রাজ বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
©somewhere in net ltd.
১|
২০ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৫১
ভ্রমরের ডানা বলেছেন:
এই লাইনে থাকা ভুল বানান গুলি ঠিক করে নিন!
থাকে চির স্বরনী হয়ে কত স্মৃতী লেখা,
দিন দিন জম্ম নেয় কত ধারণা