![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বঁধু বলছে এটা কামিনী ভালোবাসা
আসলে এটা যে শুধু তার কল্পনা
কি করে বুঝবে সে
এ হৃদয়ে তাকে নিয়ে বাঁধছে বাসা কত ভাবনা
যাকে বহু দেখেও যেন স্বাদ মিঠেনা
তাকে এক মুহুর্ত দেখেও স্বাদ মিঠবে না
চেয়েছি তাহার পণে
সাত রঙ দিয়ে সাঁজিয়েছি যাকে নিয়ে এ সিন্দু বনে।
কি করে বুঝাবো সে আমারর কি ?
আমি কি তার ?
তবে কি ভাবনা ভুল ?
নাকি ভুল সে মানুষ ?
সে শুধু আমার প্রেম অরণ্য !
স্বপ্ন আমার বিবর তার জন্য ।
©somewhere in net ltd.