![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টারের মতে আগামী ২০৭০ সালে অনুসারীর সংখ্যায় বিশ্বের অন্য সব ধর্মকে ছাড়িয়ে যাবে ইসলাম৷ অর্থাৎ ৫৩ বছর পর বিশ্বে সবচেয়ে বেশি থাকবে মুসলমান৷পিউ রিসার্চ সেন্টারের জনসংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণে আরো যে বিষয়টি ফুটে উঠেছে তা হলো ২০১০ সাল থেকে ২০৫০ সাল পর্যন্ত সারা বিশ্বে খ্রিষ্টন ধর্মাবলম্বী ৩৭ শতাংশ বৃদ্ধি পাবে৷ আর এই সময়ে ইসলাম ধর্মাবলম্বী বাড়বে ৭৩ শতাংশ৷আর এর ফলেই এক সময় স্বাভাবিক কারণেই সংখ্যায় খ্রিষ্টান ধর্মাবলম্বীদের ছাড়িয়ে মুসলিম বিশ্ব ৷ পিউ রিসার্চ সেন্টারের তথ্য মতে ২০৭০ নাগাদ সারা বিশ্বে মুসলমানই সব থেকে বেশি থাকবে৷২০১০ সালে সারা বিশ্বে মোট ২১৭ কোটি মানুষ খ্রিষ্টান ধর্ম অনুসরণ করতো ৷ তারপরই ছিল ইসলাম ধর্মের অনুসারীরা৷ তখন বিশ্বে মোট ১৬০ কোটি ইসলাম ধর্মাবলম্বী ছিল৷ কিন্তু পিউ রিসার্চ সেন্টারের বিশেষজ্ঞরা বলছেন ৫ দশক পর খ্রিষ্টান ধর্মাবলম্বীদের পিছনে ফেলে সংখ্যায় সবচেয়ে বেশি হয়ে যাবে মুসলমান অর্থাৎ ইসলাম ধর্মাবলম্বী।
প্রশ্ন কেন এত দ্রুত ইসলাম ধর্মাবলম্বীদের সংখ্যা বাড়বে? বলা হচ্ছে সারা বিশ্বে মুসলমানদের জন্মহার বেশি আর মূলত সে কারণেই সংখ্যায় সব ধর্মকে পিছনে ফেলবে মুসলমান । মুসলমানদের শিশু জন্মহার ৩ দশমিক ১ শতাংশ আর খ্রিষ্টানদের ২ দশমিক ৭ শতাংশ৷
অন্য সব ধর্মের তুলনায় ইসলাম ধর্মের তরুণ অনুসারী বেশি৷ এই মুহূর্তে বিশ্বের মোট জনসংখ্যার ২৫ শতাংশের বয়স ১৫ বছরের নীচে৷ অন্যদিকে ৩৪ শতাংশ ইসলাম ধর্মবলম্বীর বয়স ১৫ বছরের কম৷ এর মানে হচ্ছে অন্যান্য ধর্মাবলম্বীদের তুলনায় ইসলাম ধর্মাবলম্বীদের বেশি দিন সন্তান জন্ম দেয়ার সুযোগও বেশি৷পিউ রিসার্চ সেন্টারের প্রতিবেদনের মতামত অনুযায়ী ২০৫০ সালের মধ্যে সারা বিশ্বে নাস্তিক অনেক কমবে৷ এখন যেখানে বিশ্বের মোট জনসংখ্যার ১৬ দশমিক ৪ শতাংশ নাস্তিক, সেখানে ২০৫০ নাগাদ তা কমে হবে ১৩ দশমিক ২ শতাংশ৷
সূত্রঃ ডয়েচেভেলে
২২ শে মার্চ, ২০১৭ সকাল ১০:০৫
নাইম রাজ বলেছেন: এর চেয়েও কম সংখ্যা সৈন্য নিয়ে যুদ্ধ জয়ের বহু ইতিহাস আছে মুসলীমদের ভিতরে । মুসলীমদের মাথায় কম বুদ্ধি নাই।
২| ২২ শে মার্চ, ২০১৭ সকাল ১০:০৯
মনস্বিনী বলেছেন: সংখ্যা বাড়বে ভাল কথা। তাতে অভাব কি কম্বে? বর্তমানে যত মুসলিম আছে তার কত পার্সেন্ট প্রকৃত ইসলাম চর্চা করে বা মানে?
২২ শে মার্চ, ২০১৭ সকাল ১০:১৮
নাইম রাজ বলেছেন: কর্ম অর্জন না করলে ঘরে বসে থাকলে কেও ঘরে এসে মুখে খাবার তুলে দিয়ে যাবে না।
৩| ২২ শে মার্চ, ২০১৭ সকাল ১০:৩১
সঞ্জয় নিপু বলেছেন: ভাল খবর।
৪| ২২ শে মার্চ, ২০১৭ সকাল ১০:৩২
আল-শাহ্রিয়ার বলেছেন: সৌদি আরব আমিরাতের মতন মুসলিম বৃদ্ধি পেয়ে কোন লাভ নাই।
৫| ২২ শে মার্চ, ২০১৭ সকাল ১১:২২
টারজান০০০০৭ বলেছেন:
মুসলিমদের সংখ্যাত বাড়বেই , এইটা হাদিসেই বলা আছে। এটাও বলা আছে তাদের মধ্যে অহান বা মৃর্ত্যুভয় জন্ম নেবে।
রেডিও তেহরান এইহানে আইসাও পরিবেশ নষ্ট কইরা গেলো !
৬| ২২ শে মার্চ, ২০১৭ সকাল ১১:২৪
মাঘের নীল আকাশ বলেছেন: তাতে আমার কী লাভ বা মুসলিম জাতিরই বা কী লাভ! বরং আরও হানাহানী বাড়ার সম্ভাবনা!
৭| ২২ শে মার্চ, ২০১৭ সকাল ১১:৪৭
মোহাম্মদ বাসার বলেছেন: মোসলমান বাড়া মানে পৃথিবীতে বোমাবাজ বাড়া।
৮| ২২ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:২৫
শাহজালাল হাওলাদার বলেছেন: ধন্যবাদ, জন্ম হারের মাধ্যমে মুসলিম প্রবৃদ্ধির সুসংবাদ দেয়ের জন্য। মুসলিম বৃদ্ধির অন্য পন্থা হল মুসলমানদেরকে ইসলামী আদর্শে আদর্শিত হওয়া এবং ইসলামের দাওয়াত চালু রাখা।
৯| ২২ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৫৮
অতঃপর হৃদয় বলেছেন: সৎ লোকের সংখ্যা বাড়লে তো হোতই।
১০| ২২ শে মার্চ, ২০১৭ দুপুর ১:০০
আততায়ী আলতাইয়ার বলেছেন: দাওয়াতি পন্থা ও বংশবৃদ্ধি এই দুই ক্ষেত্রে মুসলিমদে সংখ্যা ও ইসলামের প্রসার অপ্রতিরধ্য তয় কথা হইল গিয়া মুসলিমদে পর্যাপ্ত পরিমাদে বুদ্ধিবৃত্তিক হতে হবে নৈতিক শক্তির অধিকারি হতে জঙ্গিবাদের মত মাথা মোটা পন্থা বাদ দিয়ে কৌশলি হতে হবে যদিও জঙ্গিবাদ একটি আপেক্ষিক ব্যাপার কারন তেল গ্যাস ভুরাজনৈতিক কারনে পশ্চিমা ভদ্র লোকেরা মুসলিম অঞ্চল গুলোকে ম্যানুপুলেট করবে তার প্রতিক্রিয়া হিসাবে জঙ্গিবাদ থাকবে
১১| ২২ শে মার্চ, ২০১৭ দুপুর ১:০৪
শিখণ্ডী বলেছেন: দুনিয়ায় গরু সব শেষ হবে। থাকবে খালি শুয়োর!
১২| ২২ শে মার্চ, ২০১৭ দুপুর ১:০৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালো হবে ।
১৩| ২২ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:২২
মামুন ইসলাম বলেছেন: চমৎকার সুসংবাদ দিলেন ,এই উপলক্ষ্যে একটা মিলাত মহফিল দিয়াদেন♚
১৪| ২৫ শে মার্চ, ২০১৭ দুপুর ১:০২
নতুন নকিব বলেছেন:
"মোহাম্মদ বাসার বলেছেন: মোসলমান বাড়া মানে পৃথিবীতে বোমাবাজ বাড়া।"
---'মোহাম্মদ বাসার' -সামু ব্লগের একমাত্র ভেকধারী আইডি। ইসলাম ধর্মের বিরুদ্ধে তার বিদ্ধেষ ছড়ানোর মিশন নির্বিঘ্ন করার উদ্দেশ্যে তিনি মুসলিম পরিচয় ধারন করার হীন মানসে এখানে মুসলিম সেজেছেন। তার প্রমান, একচুয়ালি তিনি যদি মুসলিম হতেন, নিসন্দেহে তার পক্ষে এই ধরনের ইসলাম বিদ্ধেষী, মুসলিম বিরোধী বাজে কথা বলা সম্ভব হত না।
'মোহাম্মদ বাসার' -এই নামটি দেখে যে কেউ মনে করবেন ইনি একজন ধর্মপ্রান মুসলমান! কিন্তু তার কথা-বার্তা শুনলেই তার নকল পরিচয়ের আড়ালে লুকিয়ে থাকা ইসলাম বিদ্ধেষী আসল চেহারা বেরিয়ে আসে। আমরা মনে করি, জাতি-ধর্ম-বর্ন নির্বিশেষে প্রত্যেকটি সচেতন মানুষই বোমাবাজি, সন্ত্রাস, খুন-খারাবি এগুলোকে ঘৃনা করেন। আমরাও করি। এসব অপকর্ম যারা করেন, তাদের আসলে কোন ধর্ম নেই। প্রত্যেক দেশে, প্রত্যেক জাতির ভেতরে কম বেশি কিছু অপরাধী থেকে থাকেন। পৃথিবীর চলমান বাস্তবতার দিকে তাকালে তার অসংখ্য প্রমান আমাদের নজরে পড়ে বৈকি। কিন্তু, মোসলমান বাড়া মানে পৃথিবীতে বোমাবাজ বাড়া -এর মত দায়িত্ব জ্ঞানহীন উদ্ভট কথা এমন লোকই বলতে পারেন, যিনি ইসলাম কিংবা মুসলিম বিদ্ধেষ দিয়ে তার অন্তর নামক জায়গাটি পূর্ন করে রেখেছেন।
এদের জন্য আল্লাহ পাক সত্যের পথকে সুগম করুন।
১৫| ২৫ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:৫২
নতুন নকিব বলেছেন:
"শিখণ্ডী বলেছেন: দুনিয়ায় গরু সব শেষ হবে। থাকবে খালি শুয়োর!"
-শিখন্ডী,
কাজের জিনিষ কাজেই লাগে, কল্যানে হয় ব্যয়,
আগাছাদের বৃদ্ধি ঘটে যত্নবিহীন, সীমাহীন সংখ্যায়!
১৬| ২৮ শে মার্চ, ২০১৭ সকাল ৯:১৯
নতুন নকিব বলেছেন:
মোহাম্মদ বাসার বলেছেন: তাতে লাভ কি? ৩০০ বা তারও কম সৈন্য নিয়ে কি ইংরেজরা ভারতবর্ষ জয় করেননি? সংখ্যাটা বড় কথা না, মাথায় মাল আছে কিনা সেটাই বড় কথা।
---কিছু লোকের ছদ্মাবরন ফেড়ে ফুঁড়ে তাদের আসল ইসলাম বিদ্ধেষী চেহারা বেরিয়ে আসতে দেখি হামেশা। ক্যানরে বাপ্! তুমি মহানবী (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর নামে নিজের নিক বানিয়েছ। তোমার চোখটা খালি ইউরোপ, ইংরেজ ইংরেজ ইংরেজ সাদা চামড়ার লাল দখলদার সাম্রাজ্যবাদী রক্তচোষাদের দিকে পিট পিট করে ক্যা? হ্যাগোর ৩০০ র কেরামতি তোমার হৃদয়ে দৃষ্টান্ত হিসেবে স্থান করে নেয়! তোমার যদি অন্তর নামে কিছু একটা থেকেই থাকে, তাহলে সেখানে বদরের ৩১৩ জন ঠাঁই পায় না ক্যারে?
©somewhere in net ltd.
১|
২২ শে মার্চ, ২০১৭ সকাল ৯:৪৭
মোহাম্মদ বাসার বলেছেন: তাতে লাভ কি? ৩০০ বা তারও কম সৈন্য নিয়ে কি ইংরেজরা ভারতবর্ষ জয় করেননি? সংখ্যাটা বড় কথা না, মাথায় মাল আছে কিনা সেটাই বড় কথা।