![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাড়ির ভেতরে জঙ্গিরা অবস্থান করছেন এমন খবর পেয়ে সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার একটি বাড়ি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার ২৩ মার্চ রাত ৩টার দিকে র্যাব সদস্য এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল পরিমান সদস্য বাড়িটিকে ঘিরে ফেলেন। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার জেদান আল মুসা জানান বাড়ির ভেতরে বিকট শব্দে দুইটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে ভেতরে জঙ্গিরা অবস্থান করছেন। নিরাপত্তার কারণে তাৎক্ষণিকভাবে এর বেশি কিছু বলতে চাননি পুলিশ কর্মকর্তা। জানা যায় বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে পুলিশ বাড়িটির আশপাশে অবস্থান নেয়। বাড়িটির ভেতরে সাধারণ পরিবারও রয়েছে। তাদের যাতে কোন ক্ষতি না হয় সেইদিক বিবেচনা করে অভিযানে সময় নেওয়া হচ্ছে। অন্যদিকে আরেক সূত্রে জানা যায় সন্দেহভাজন জঙ্গিদের বাড়ি থেকে বেরিয়ে এসে আত্মসমর্পণ করার আহ্বান জানানোর কাজও চালিয়ে যাচ্ছেন অবস্থানরত পুলিশ বাহিনী।
তথ্যসূত্র অনলাইন রিপোট।
©somewhere in net ltd.