নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাইম রাজ

নাইম রাজ › বিস্তারিত পোস্টঃ

এবার সব থেকে ভালো ফলাফল করছে রাজশাহী বোর্ড

০৫ ই মে, ২০১৭ বিকাল ৫:২৪


গত পাঁচ বছরের মধ্যে সব থেকে কম পাসের হারের পরও এসএসসি পরীক্ষায় এবার সব থেকে সেরা হয়েছেন রাজশাহী বোর্ডের শিক্ষাথীরা । এবার রাজশাহী বোর্ডে পাসের হার ৯০ দশমিক ৭০ শতাংশ।এবারের পাসের হার গত পাঁচ বছরের মধ্য সবচেয়ে কম। গতবারের চেয়ে কমেছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও। তবুও এক টানা তৃতীয়বারের মত এবারো এসএসসির ফলে দেশসেরা হয়েছেন রাজশাহীর শিক্ষা বোর্ড। এর আগে পাসের হার ছিল ২০১৩ সালে ৯৪ দশমিক ৩ শতাংশ এবং ২০১৪ সালে ৯৬ দশমিক ৩৪ শতাংশ। আর গতবার যা ছিল ৯৫ দশমিক ৭০ শতাংশ। এবার রাজশাহী বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৬৭ হাজার ৬৯০ জন। আর তার মধ্যে পাস করেছেন ১ লাখ ৫১ হাজার ৪০৬ জন। অনুপস্থিত ছিল ৬৫২ জন। পাস করা শিক্ষার্থীদের মধ্যে ৯১ দশমিক ৪৪ শতাংশ ছাত্রী এবং ৯০ দশমিক ১ শতাংশ ছাত্র। এই বছর মোট জিপিএ ৫ পেয়েছেন ১৭ হাজার ৩৪৯ জন। তার মধ্যে ৮ হাজার ২৭৪ জন ছাত্রী এবং ৯ হাজার ৭৫ জন ছাত্র। গত বছর জিপিএ ৫ পেয়েছিল ১৭ হাজার ৫৯৪ জন পরীক্ষার্থী। তার মধ্যে ছিল ৮ হাজার ১৮৯ জন ছাত্রী এবং ৯ হাজার ৪০৫ জন ছাত্র। তার আগে ২০১৫ সালে ১৫ হাজার ৮৭৩ জন এবং ২০১৪ সালে ১৯ হাজার ৮১৫ জন জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছিল। অন্যদিকে এই বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী বিদ্যালয়ের সংখ্যা বাড়লেও চার বছরের হিসাব মতে শতভাগ পাসের বিদ্যালয় নেমে এসেছে অর্ধেকে। এই বছর রাজশাহী বোর্ড শতভাগ শিক্ষার্থী পাস করেছেন এমন বিদ্যালয় রয়েছে ৪২৯টি। গত বছর ছিল প্রায় ৮০০টি। আগে ২০১৫ সালে ৯৬৯টি এবং ২০১৪ সালে ১ হাজার ৫৫টি বিদ্যালয় থেকে শতভাগ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছিল। এই বছর বিদ্যালয়ের সংখ্যা ছিল ২ হাজার ৬৩২টি। ২০১৪ সালে এই সংখ্যা ছিল ২ হাজার ৫৪২টি রাজশাহী বোর্ডে এই বছর একমাত্র আলাতুলি উচ্চ বিদ্যালয় থেকে কোনো পরীক্ষার্থী পাস করেনি।

সূত্রঃ ইন্টারনেট।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৫ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:০৮

আবু মুছা আল আজাদ বলেছেন: সুসংবাদ

০৮ ই মে, ২০১৭ রাত ১২:৫৮

নাইম রাজ বলেছেন: শুভ লক্ষন।

২| ০৫ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:০৩

চাঁদগাজী বলেছেন:


এরা সামনের দিন গুলোতে পড়বে, কি পড়বে না, বলা মুশকিল

০৮ ই মে, ২০১৭ রাত ১:০০

নাইম রাজ বলেছেন: এতাও খারাপ বলেন নাই যেহেতু আগে তুলনায় কমে গেছে ।

৩| ০৫ ই মে, ২০১৭ রাত ৮:১০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আলাতুলি উচ্চ বিদ্যালয় থেকে কোনো পরীক্ষার্থী পাস করেনি। তাদের জন্য সমবেদনা।

০৮ ই মে, ২০১৭ রাত ১২:৫৭

নাইম রাজ বলেছেন: তাদের জন্য সমবেদনা।

৪| ০৬ ই মে, ২০১৭ রাত ২:৩৪

মামুন ইসলাম বলেছেন: চমৎকার এবং সুসংবাদ এটা ভাই নাইমরাজ।

০৮ ই মে, ২০১৭ রাত ১:০১

নাইম রাজ বলেছেন: ধন্যবাদ মামুন ভাই,শুভ লক্ষন।

৫| ০৬ ই মে, ২০১৭ রাত ৩:৩৫

ব্লগ সার্চম্যান বলেছেন: ভালো খবর ধন্যবাদ খবরটা দেওয়ার জন্য।

০৮ ই মে, ২০১৭ রাত ১:০২

নাইম রাজ বলেছেন: ধন্যবাদ ভাই।

৬| ০৬ ই মে, ২০১৭ ভোর ৪:০৩

সৌমিক আহমেদ খান বলেছেন: কপিপেস্ট মারসেন?

০৮ ই মে, ২০১৭ রাত ১:০৩

নাইম রাজ বলেছেন: হু আবার নিজেরও যোগ আছে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.